- দে । শ
- মে ৪, ২০২৪
সি-ভিজিলে ভিত্তিহীন অভিযোগে হয়রান কমিশন

নির্বাচনের আবহে সি-ভিজিল অ্যাপ (সিটিজেন ভিজিলেন্স অ্যাপ) বা পোর্টালে অভিযোগ জানালে ১০০ মিনিটের মধ্যে নিষ্পত্তি করতে হয় নির্বাচন কমিশনকে। এই নিয়ম জেনেও অনেকেই মিথ্যা অভিযোগ করছেন অ্যাপে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকরা দেখছেন, অভিযোগের কোনও সারবত্তাই নেই। পূর্ব বর্ধমান জেলা নির্বাচন কমিশন দপ্তর সূত্রের খবর, এপিল মাসের মাঝামাঝি পর্যন্ত জেলায় মোট ৩৩৪টি অভিযোগ জমা পড়ে। তার মধ্যে ২৫৭টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। ৭৭টি অভি যোগ ভুয়ো।
নির্বাচন সংক্রান্ত কোনও অভিযোগ সরাসরি নির্বাচন কমিশনে জানানোর জন্য ২০১৯-র লোকসভা ভোটের সময় থেকে এই সি-ভিজিল অ্যাপ চালু হয়। তাতে মোবাইল নম্বর নথিভুক্ত করে যে-কেউ ভিডিয়ো ফুটেজ সমেত নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারেন। ইচ্ছে করলে নিজের পরিচয় গোপন রাখতে পারেন অভিযোগকারী। অভিযোগ মূলত হয়, ভোট বিধি লঙ্ঘন এবং ভোট ও ভোটারদের প্রভাবিত করা সংক্রান্ত। তদন্তকারীরা অহেতুক হয়রানির শিকার হন বা ভিত্তিহীন কোনও অভিযোগ না করার আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।
❤ Support Us