- দে । শ
- ফেব্রুয়ারি ১৬, ২০২৩
নাম ভাঁড়িয়ে বিধানসভায়, প্রশ্নের মুখে আইনসভার নিরাপত্তা

ভুয়ো আইএএস, ভুয়ো সিবিআই আধিকারিকের পর ভুয়ো বিধায়কের দেখা মিলল কলকাতায়। বুধবার বিধানসভার লবিতে ঘুরে বেড়াতে দেখা যায় জনৈক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করে বিধানসভার পুলিশ। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমন উটকো লোকের আগমন কীভাবে ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
বুধবার বাজেট অধিবেশন চলাকালে অপ্রীতিকর পরিস্থিতির সাক্ষ্মী থাকল রাজ্য আইনসভা। হাওড়ার শিবপুরের বিধায়ক পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকে পড়েন এক ব্যক্তি। আইনসভার বাজেট অধিবেশন চলাকালে লবিতে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ভদ্রলোক। সন্দেহজনক গতিবিধি দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। নিজেকে শিবপুরের বিধায়ক বলে পরিচয় দেন তিনি। যদিও পরিচয়পত্র দেখাতে বলা হলে তা দিতে পারেননি। পরে বিধানসভার মার্শালদের ডাকা হয়। তাঁরা জনৈক ব্যক্তিটিকে হেয়ার স্ট্রিট থানার হাতে তুলে দেন। প্রসঙ্গত বলা প্রয়োজন, শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।
হেয়ার স্ট্রিট থানা সূত্রে খবর, ভদ্রলোকের নাম গজানন শর্মা। হাওড়ার বেলিসিয়াস রোডের বাসিন্দা তিনি। ষাটোর্ধ্ব ব্যক্তি নিজের স্ত্রী-সন্তান হারিয়েছেন। বিধানসভায় আসার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তাঁকে রাজ্যপাল সিভি আনন্দ বোস পাঠিয়েছেন। কথাবার্তার মধ্যে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ স্পষ্ট দেখে, প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদের পর থানা থেকে ছেড়ে দেওয়া হয় ভদ্রলোককে। তবে, বিধানসভায় বিধায়কের নাম-পরিচয় দিয়ে যে কেউ কোনোরকম পাস ছাড়া চলে আসতে পারছে, – এমন ঘটনা প্রশ্নের মুখে ফেলেছে বিধানসভার নিরাপত্তা ব্যবস্থাকে।
❤ Support Us