- দে । শ
- সেপ্টেম্বর ২৫, ২০২৪
তলব উপপুরপ্রধানকে কুখ্যাত দুষ্কৃতী জঙ্গল-সাদ্দামের সাগরেদকে গ্রেপ্তারের পর খোদ সাদ্দামই পুলিশের জালে

জঙ্গল শেখ ও তার ছেলে সাদ্দাম শেখ নামে ২ কুখ্যাত দুষ্কৃতী জেলে বসেই অপরাধমূলক কারবারের ছক কষছে। এই অভিযোগ সামনে আসতেই বর্ধমান সংশোধনাগারে বন্দি কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম শেখকে ফের গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) করল পুলিশ। সাদ্দামকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এখন সাদ্দামকে হেফাজতে পেয়ে জেরা করে কাটোয়াকে ফের অশান্ত করতে কী কী ষড়যন্ত্র সে করেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। জেল থেকেই সাদ্দাম কাটোয়ার কয়েকজন সাগরেদের মাধ্যমে তোলাবাজি চালাত বলে অভিযোগ।
ক্ষমতায় এসেই কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ায় শান্তি ফেরানোর উদ্যোগ নেওয়ায় জঙ্গল শেখ, সাদ্দাম শেখদের রোষানলে পড়েন বলে অভিযোগ। ‘তাঁকে খুনের ছক কষছে’ বলে অভিযোগও তোলেন। এরপরই তৎপরতা বাড়ে পুলিশের। জঙ্গল-সাদ্দামদের ঘনিষ্ঠ গিয়াসউদ্দিন শেখ ওরফে লালুকে জালে তোলে পুলিশ। কাটোয়ার গাঙ্গুলিডাঙা গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিনের বাড়ি থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ। এরপরই কাটোয়ার কেশিয়ার বাসিন্দা কারাবন্দি সাদ্দামকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। এর আগে সাদ্দামের সঙ্গে যোগাযোগের অভিযোগ ও ব্যবসাদারদের কাছে তোলা আদায়ের অভিযোগে কাটোয়ার উপপুরপ্রধান লখিন্দর মণ্ডলের আলু-পেঁয়াজের গুদামের কর্মী তথা লখিন্দরের ভাগ্নে অমিত মণ্ডল ওরফে বাপ্পাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অমিতের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য লখিন্দরকেও তলব করেছে পুলিশ। সেই তলবে লখিন্দর সাড়া দেননি বলে পুলিশ সূত্রের খবর।
প্রায় ৮ বছর আগে গ্রেপ্তার হয় ‘কাটোয়াবাসীর রাতের ঘুম কাড়া’ দুষ্কৃতী জঙ্গল শেখ। কিছুদিন পর তার ছেলে সাদ্দাম-সহ জঙ্গলের ৫ ঘনিষ্ঠকে গ্রেপ্তার করে পুলিশ। বাপ-ব্যাটার গ্রেপ্তারের ঘটনা নাড়া দিয়ে যায় জঙ্গল-সাদ্দামের সাগরেদদের। তারা একে একে এলাকা ছেড়ে ভিন জেলায়, কেউ কেউ ভিনরাজ্যে গিয়ে গা-ঢাকা দেয়। কিছুদিন ধরে জঙ্গলের ‘জামিন পাওয়ার সম্ভাবনা’ বাতাসে ভেসে ওঠায় বাড়ি ফিরতে শুরু করেছে বাইরে থাকা জঙ্গল-সাদ্দামের অনুগামীরা। অভিযোগ, সাদ্দামের নির্দেশেই বড় কোনও ‘অপারেশনের’ জন্য যে যার মত করে অস্ত্র মজুত করছিল। এই অপারেশনটাই কাটোয়ার বিধায়কের উপর হামলা কিনা, সাদ্দাম ও গিয়াসউদ্দিনদের জেরা করে খতিয়ে দেখছে পুলিশ। জঙ্গল-সাদ্দাম গ্রেপ্তার হওয়ার পর গিয়াসউদ্দিন গা-ঢাকা দিয়েছিল কেরালায়। সেখানে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করত। কাটোয়ায় ফিরতেই অবশ্য পুলিশ পাকড়াও করে গিয়াসউদ্দিনকে। এদিকে জঙ্গল বা সাদ্দামের জামিন মেলার সম্ভাবনার খবরে আতঙ্ক ছড়িয়েছে কাটোয়ার সাধারণ শান্তিপ্রিয় বাসিন্দাদের মধ্যে। তাদের অনেকেরই আশঙ্কা, ‘যারা জেলে বসে তোলাবাজি চালাচ্ছে, মানুষ খুনের ছক কষছে, তারা জেলের বাইরে এলেতো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।’
❤ Support Us