- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৪, ২০২৪
রূপঙ্করের বিদায় বার্তা, সোশ্যাল পোস্টে কী বার্তা শিল্পীর

সাত সকালবেলা অনুরাগীদের মধ্যে দুশ্চিন্তার রেশ। তাঁদের প্রিয় গায়ক ফেসবুকে লিখেছেন ‘বিদায়।’ সাথে একটি কনসার্টের ছবি যেখানে তিনি গান গাইছেন মাইক হাতে। তবে কি তাঁদের প্রিয় শিল্পী পাকাপাকিভাবে বিদায় নিচ্ছেন সঙ্গীতের দুনিয়া থেকে!
এমনিতেই বেশ ক’বছর গানের থেকেও বিতর্ক বেশি তাড়া করছে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচিকে। সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র কলকাতা সফর নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হতে চরম সমালোচনার মধ্যে পড়েন তিনি। সেই বিতর্কের যজ্ঞে ঘৃতাহুতি দেয় কেকের অকালমৃত্যু। সেই থেকে একের পর এক বিতর্ক তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। সেই ঘটনার পর একটি বহুজাতিক কনফেকশনারি তাঁদের বিজ্ঞাপনী জিঙ্গলে তাঁর গান বাজানো বন্ধ করে দেয়। সাম্রতিকতম ঘটনা হল,বেলগাছিয়া পোস্ট অফিসে আধার কার্ড সংক্রান্ত বিষয়ে পোস্ট অফিসের আধিকারিককে শ্লীলতাহানির হুমকি দেওয়া। এই বিতর্কে রূপঙ্কর ও তাঁর স্ত্রী দুজনেরই নাম জড়ায়। সেইসব বিষয়ে মতুন কোন বিতর্ক ঘটল কিনা অথবা মনের দুঃখে গানের জগতকে বিদায় জানাচ্ছেন শিল্পী, এইসব ভেবে মন খারাপ হয় তাঁর অনুরাগীদের।
কিন্তু পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের উৎকণ্ঠা বাড়লে শিল্পী তাঁর ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে সেই রহস্যে ইতি টেনে বলেন, বন্ধুরা আমার একটা প্রথম অ্যালবাম (যেটি ফ্লপ হয়েছিলো) তার একটি গানের শীর্ষক ছিল বিদায়। সেই গানটি আবার ফিরিয়ে আনার পরিকল্পনা করছি। তাই এই ক্যাপশন। আপনাদের চিন্তায় ফেলে এখন খুবই অনুতাপ হচ্ছে’।
ওই পোস্ট দেখে হাঁফ ছেড়ে বেঁচেছেন তাঁর অনুরাগীরা। তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে তাঁরা লিখেছেন,’আমরা যারা তোমার গান জাপটে থাকি, তাদের অনুমতি ছাড়া তো এই ক্যাপশন মঞ্জুর হবে না’।
আরেক অনুরাগী লেখেন,’ আপনি ছিলেন, আছেন, থাকবেন, বাকি সব আগের মতই কুল থাকুন। বাকি আগের মতই বাজিমাত।’
❤ Support Us