Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ৭, ২০২৪

টেমস পাড়ে বাড়ছে বিক্ষোভ, রুখতে কঠোর পদক্ষেপ প্রশাসনের

আরম্ভ ওয়েব ডেস্ক
টেমস পাড়ে বাড়ছে বিক্ষোভ, রুখতে কঠোর পদক্ষেপ প্রশাসনের

এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে গ্রেট ব্রিটেন সরকার। ‌অতি ডানপন্থীদের অভিবাসন বিরোধী আন্দোলনকে ঘিরে হিংসা চরম পর্যায়ে পৌঁছেছে। ব্রিটেনের বিভিন্ন জায়গায় এই আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে। সরকারও হিংসা দমনে কঠোরভাবে ঝাঁপিয়ে পড়েছে।

গত সপ্তাহে ব্রিটেনের সাউথপোর্টে একটা নাচের স্কুলে হামলা চালায় এক দুষ্কৃতী। তার ছুরির আঘাতে ৩ জন শিশুর মৃত্যু হয় ৩ জনের। ওই হামলাকারী নাকি একজন অভিবাসী এবং ইসলামিক কট্টরপন্থী। এই কথা রটে যাওয়ার পরই থেকেই সরকারের বিরুদ্ধে অভিবাসন বিরোধী বিক্ষোভ শুরু করে অতি ডানপন্থীরা। সোমবার সেই বিক্ষোভ হিংসাত্মক আকার ধারণ করে। ব্রিটেনের একাধিক শহর জ্বলে ওঠে।

ডানপন্থী বিক্ষোভকারীরা আজ লন্ডন ও ব্রিটেনের অংশে আরও বিশৃঙ্খলাযর সৃষ্টি করতে পারে। মেট্রোপলিটন পুলিশ লন্ডনকে রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা নিয়েছে। সারাদেশে প্রায় ৬ হাজার দাঙ্গা অফিসারকে প্রস্তুত রাখা হয়েছে। অন্তত ৩০টি সম্ভাব্য সমাবেশের ওপর পুলিশ কড়া নজর রাখবে। লন্ডনের হ্যারো, হাউন্সলো, ফিঞ্চলি এবং ওয়ালথামস্টোর জন্য পরিকল্পনা করা হয়েছে। ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যান্ডি ভ্যালেন্টাইন বলেছেন, ‘‌লন্ডন এবং এখানকার নাগরিকদের রক্ষা করার জন্য সবকিছু করব।’‌

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশের নাগরিকদের আশ্বস্ত করেছেন যে, তারা নিরাপদে থাকবে। মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরী বৈঠকের পর তিনি বলেন, ‘‌দাঙ্গার সহ্গে জড়িতের আদালতের মাধ্যমে দ্রুত বিচার করা হবে। সপ্তাহ শেষের আগেই তাদের সাজা হবে।’‌ লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘‌এখন কালো, বাদামী এবং সংখ্যালঘু বন্ধুদের পরীক্ষা করার সময় এসেছে। দেশের অনেক জায়গায় তারা নিরাপদ বোধ করে না।’‌ তিনি আরও বলেন, ‘‌আমাদের সম্প্রদায়গুলি ঘৃণার হুমকির সম্মুখীন হচ্ছে। হিংসসহ, প্রতারণামূলক বর্ণবাদ, কুসংস্কার এবং ইসলামফোবিয়া দ্বারা প্ররোচিত৷ এটা কয়েক দশকের উত্তরাধিকার, যার মধ্যে কিছু দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদ রয়েছে।’‌

মঙ্গলবার রাতে তুলনামূলকভাবে শান্ত থাকা সত্ত্বেও পুলিশ ঝামেলার জন্য তৈরি ছিল। যদিও লিভারপুল এবং ডারহামের অফিসাররা সম্ভাব্য অস্থিরতা বন্ধ করার জন্য কার্ফু জারি করে। তবে পুলিশ বুধবার অন্তত ৩০টি সম্ভাব্য সমাবেশ এবং অভিবাসন আইন বিশেষজ্ঞদের বিরুদ্ধে হুমকির রিপোর্ট পেয়েছে। ইতিমধ্যেই দাঙ্গা জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪০০ জনেরও বেশি লোককে গ্রেপতার করেছে। ১০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!