- দে । শ
- অক্টোবর ১৪, ২০২২
২০২৩ এর মধ্যেই দেশে কৃষকদের আয় হবে দ্বিগুণ । মোদির ঘোষণাই সার, কৃষিক্ষেত্রে আত্মহত্যার নয়া রেকর্ড দেশে
রিপোর্ট বলছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত, এমন মোট ১০ হাজার ৮৮১ মানুষ আত্মহত্যা করেছেন ২০২১ সালে । এঁদের মধ্যে ৫৩১৮ জন কৃষক এবং ৫৫৬৩ জন কৃষিশ্রমিক ।

ভারতে, কৃষি ক্ষেত্রে বাড়ছে আত্মহত্যার প্রবনতা । স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো’-র তথ্য , ২০২১ সালে দেশে দুর্ঘটনাজনিত এবং আত্মহত্যায় মৃতদের প্রায় ৬.৬ শতাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত । ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হিসেব করলে এই সংখ্যাটা দাঁড়ায় প্রায় ৫৩ হাজারে ।
রিপোর্ট বলছে, কৃষিকাজের সঙ্গে যুক্ত, এমন মোট ১০ হাজার ৮৮১ মানুষ আত্মহত্যা করেছেন ২০২১ সালে । এঁদের মধ্যে ৫৩১৮ জন কৃষক এবং ৫৫৬৩ জন কৃষিশ্রমিক । এঁদের মধ্যে ২১১ জন মহিলাও আছেন । দেশে মোট আত্মহত্যার সংখ্যা ছিল ১ লক্ষ, ৬৪ হাজার, ৩৩ । এই আত্মহত্যার বেশিরভাগই ঘটেছে মহারাষ্ট্রে । চার হাজারেরও বেশি কৃষি-আত্মহত্যা করেছে সেখানে । চলতি মাসেই, তিনদিনে অন্তত ৯জন কৃষকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রের বিদর্ভে । গত মাসে অতিবৃষ্টির জেরে খারিফ শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । আর তার জেরেই অবসাদে, হতাশায় ডুবে যান কৃষকরা । সেই ২০০০ সাল থেকে বিদর্ভ জন আন্দোলন সমিতি কৃষকদের আত্মহত্যা বিষয়টি সামনে আনছে বারবার । এই বছরে জানুয়ারি মাসে বিদর্ভে এই সংখ্যা পৌঁছেছে ৫১২-তে ! মহারাষ্ট্রের পরেই কর্নাটক । ২১৬৯ জন কৃষক এখানে আত্মহত্যা করেছেন । তালিকায় তারপরই অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ুর নাম । দেশের মোট ৮০ শতাংশ কৃষক আত্মহত্যাই এই কটি রাজ্য থেকে হয়েছে ।
অন্য দিকে, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়– এই সমস্ত কৃষিপ্রধান রাজ্যগুলিতে কিন্তু আত্মহত্যার সংখ্যা শূন্য, বলছে এনসিআরবি-র তথ্য ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় এসে, ২০১৪ সালে ঘোষণা করেছিলেন ২০২৩ সালের মধ্যে দেশে কৃষকদের আয় দ্বিগুণ হবে । কিন্তু কৃষি প্রধান দেশ ভারতবর্ষে ক্রমশই সেই প্রতিশ্রুতির উল্টো চিত্রই দেখা যাচ্ছে । ২০২১ এর পরিসংখ্যান বলছে, দেশ প্রতি দিন গড়ে আত্মঘাতী হয়েছেন ১৫ জন ক্ষেতমজুর ! ২০১৭ থেকে, গত পাঁচ বছরে কৃষিক্ষেত্রে আত্মহত্যার এটিই নয়া রেকর্ড ।
মূলত ঋণের চাপ, পেশার অনিশ্চয়তা, মানসিক অবসাদের কারণেই কৃষক ও ক্ষেতমজুরদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদ এবং সমাজবিজ্ঞানীদের একাংশ । বিরোধীদের অভিযোগ, অতিমারি পরবর্তী পর্যায়ে মোদী সরকারের ভ্রান্ত অর্থনীতির কারণে রোজগার হারাচ্ছেন কৃষিক্ষেত্রে জড়িতরা । ফলে বাড়ছে আত্মহত্যার প্রবণতা ।
❤ Support Us