Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৪

নূন্যতম সহায়ক মূল্যের জন্য আইনি গ্যারান্টি না দিলে আন্দোলন তীব্রতর করার হুমকি কৃষক নেতাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
নূন্যতম সহায়ক মূল্যের জন্য আইনি গ্যারান্টি না দিলে আন্দোলন তীব্রতর করার হুমকি কৃষক নেতাদের

কৃষকদের দাবি–দাওয়া নিয়ে কৃষক নেতাদের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আলোচনা চললেও বৈঠক ফলপ্রসু হয়নি। কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। তবে দুই পক্ষেরই দাবি ‘‌ইতিবাচক ‌আলোচনা হয়েছে। এই পরিস্থিতিতে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধে কেন্দ্রের কাছে আবার দাবি জানিয়েছেন, ফসলের নূন্যতম সহায়ক মূল্যের জন্য আইনি গ্যারান্টি না দিলে আন্দোলন তীব্রতর করা হবে।
সম্মিলিত কিষাণ মোর্চার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারকে অবিলম্বে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি দিতে হবে এবং অন্যান্য দাবিগুলি পূরণ করতে হবে। যদি দাবি পূরণ না করা হয় তাহলে সম্মিলিত কিষাণ মোর্চা আন্দোলন তীব্র করার সিদ্ধান্ত নেবে। এই আন্দোলন কর্মী এবং জনগণের অন্যান্য অংশের সঙ্গে সমন্বয় করে ব্যাপক পদক্ষেপের জন্য আহ্বান জানাবে।’‌ ১৬ ফেব্রুয়ারি সম্মিলিত কিষাণ মোর্চা ভারত বনধের ডাক দিয়েছিল কৃষকদের দাবি মেনে নিতে সরকারকে চাপ দেওয়ার জন্য।
এদিকে, কংগ্রেস শম্ভু সীমান্তে বিক্ষোভকারী কৃষকদের ওপর পুলিশি পদক্ষেপের নিন্দা করেছে এবং সরকারকে ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টি দেওয়ার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পূরণ করার জন্য এবং অন্যান্য দাবিগুলি পূরণ করার আহ্বান জানিয়েছে। কৃষক নেতা সারওয়ান সিং পান্ধে শম্ভু সীমান্তে সাংবাদিকদের বলেন, ‘‌কেন্দ্র মনে করলে রাতারাতি আইন নিয়ে আসতে পারে। সরকার যদি কৃষকদের প্রতিবাদের একটা সমাধান চায়, তাহলে অবিলম্বে একটা অধ্যাদেশ আনতে হবে। এমএসপি–তে একটা আইন প্রণয়ন করবে, তারপর আলোচনা আরও এগিয়ে যেতে পারে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!