Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ১, ২০২৩

শুক্রবার হরিয়ানার খাপ পঞ্চায়েতে ঠিক হবে কুস্তিগিরদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ

আরম্ভ ওয়েব ডেস্ক
শুক্রবার হরিয়ানার খাপ পঞ্চায়েতে ঠিক হবে কুস্তিগিরদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ

শুক্রবার হরিয়ানার খাপ পঞ্চায়েতে ঠিক হবে পরবর্তী আন্দোলনের রূপরেখা। মুজাফ্‌ফরনগরে সোরামে কুস্তিগিরদের সমর্থনে আয়োজিত খাপ পঞ্চায়েতের পর এমনই জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়েনের নেতা রাকেশ টিকায়েত। কুস্তিগিরদের ন্যায়বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও যাবেন বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’‌র সঙ্গেও দেখা করবেন কৃষক নেতারা।

বৃহস্পতিবার সোরামে খাপ পঞ্চায়েতের ডাক দিয়েছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা নরেশ টিকায়েত। এই খাপ পঞ্চায়েতে হাজির ছিলেন পা়ঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লির খাপ নেতারা। এদিন বৈঠকে, নেতারা কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেন। বৈঠকে ঠিক হয়েছে শুক্রবার হরিয়ানায় একটা সভা হবে। সেখানেই কুস্তিগিরদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। এদিন বৈঠক শেষে রাকেশ টিকায়েত বলেন, ‘‌হরিয়ানার বিভিন্ন খাপ ও কৃষকদের সংগঠন কুস্তিগিরদের সমর্থন করছে। তাঁদের সঙ্গে কথা বলেই পরবর্তী রণকৌশল ঠিক হবে।’‌

রাকেশ টিকায়েত আরও বলেন, ‘‌কুস্তিগিরদের ন্যায়বিচারের জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’‌র সঙ্গেও দেখা করব। ওদের উদ্বেগের কিছু নেই। আমরা সকলেই কুস্তিগিরদের পাশে রয়েছি। ওদের গঙ্গায় পদক ভাসাতে বারণ করেছিলাম। বলেছি পদক নিলাম করতে। পদক নিলাম করতে গেলে গোটা বিশ্ব কারম জানতে চাইবে।’‌ কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা তিনি বলেন, ‘‌কেন্দ্র কী করছে তা সকলের বোঝা উচিত। বিহারে লালুপ্রসাদ যাদবের পরিবার ভেঙে দিয়েছে, উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদবের পরিবারের সঙ্গে কী করছে, সকলে দেখতে পাচ্ছে। রাজস্থানেও একই অবস্থা।’‌ এখন দেখার, শুক্রবার হরিয়ানার বৈঠকের পর আন্দোলনের গতিপথ কোন দিকে নেয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!