- দে । শ
- অক্টোবর ৮, ২০২৫
হিঙ্গলগঞ্জে নদী বাঁধে ধস, চাষের জমি প্লাবিত। হাড়োয়ায় বিদ্যাধরি বাঁধ ভেঙে ভাসল মেছেঘেরি। কৃষকদের মাথায় হাত
সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি পঞ্চায়েতের হলদা বাঁশতলায় গৌড়েশ্বর নদীর ফাটল দিয়ে জল ঢুকে প্লাবিত চাষের জমি। নোনা জলে ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। পূর্ণিমার কোটালে জলস্ফীতির ফলে গৌড়েশ্বরে বাঁধে ২০০ ফুট ফাটল দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, দ্রুত এই নদীর বাঁধ মেরামতি করা হোক। নইলে ক্ষয়ক্ষতি বাড়বে।
হিঙ্গলগঞ্জের বন ও ভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, ‘কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। আমরা বাঁধের কাজ করতে পারছি না।’ মানুষের এই দুর্ভোগের জন্য তিনি কেন্দ্র সরকারকে দায়ী করেন। তিনি বলেন, আমরা দপ্তরকে জানিয়েছি। আধিকারিকরা দেখে গেছেন, রূপমারি পঞ্চায়েতের হালদার মোড়ে বাঁধে যে গর্ত তৈরি হয়েছে সেটা দ্রুত মেরামত করা হবে।’ বিজেপির হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির আহ্বায়ক অভিজিৎ দাস বলেন, কেন্দ্র সরকার নদী বাঁধের জন্য টাকা দেয়। রাজ্য সেই টাকার কোন কাজ করে না, হিসেবও দেয় না।
অন্যদিকে পূর্ণিমার ভরা কোটালে মঙ্গলবার গভীর রাতে বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হল মেছোঘেরি। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার মোহনপুর অঞ্চলের পূর্ব চড়পাড়া এলাকায় বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে যায়। প্রায় ২০ ফুটের বেশি নদীর বাঁধ ভেঙে নোনা জল ঢুকে পড়ে মেছোভেড়িতে। তবে আজ সকাল থেকে নদীতে ভাটা শুরু হতেই মোহনপুর পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে নদী বাঁধ সংস্কারের কাজ। তাতে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারা। বাঁশ, ত্রিপল দিয়ে কোনরকমে নদীর বাঁধ সংস্কার করা হচ্ছে যাতে ভাঙন আর না বাড়ে। স্থানীয় তৃণমূল নেতা তুহিন ভূঁইয়া বলেন, ‘রাতে নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে মেছোঘেরি। সঙ্গে সঙ্গে আমরা এলাকার বাসিন্দাদের সাহায্য নিয়ে নদী বাঁধ সংস্কারের কাজ শুরু করেছি। সেচ দপ্তকেও পরিস্থিতি জানানো হয়েছে।’
❤ Support Us







