- দে । শ
- জুলাই ৩, ২০২৪
সন্দেশখালির কৃষকরা বীজ ধান পেলেন, এবার চাষে মন দেবে সন্দেশখালি।

বীজধান পেলেন সন্দেশখালির বহু কৃষক পরিবার। পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের দেওয়া উন্নত মানের এই বীজ ধান কৃষকদের হাতে তুলে দেওয়া হয়েছে সন্দেশখালি ২ ব্লকের প্রায় ৩২০০ কৃষকের হাতে। এমনকী যাদের জমি মেছোঘেরির লিজে চলে গিয়েছিল সেই সব কৃষক জমি আগেই ফেরত পেয়েছেন জেলা প্রশাসনের উদ্যোগে। এবার সেই সমস্ত কৃষকদের হাতে বীজ ধান তুলে দেওয়া হল। সন্দেশখালি ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা চৌধুরি মনিরুল হক নিজে উপস্থিত থেকে কৃষকদের বীজ ধান বিলিবন্টনের ব্যবস্থা করেন। প্রথম পর্যায়ে ৪০০ বস্তা বীজ ধান বন্টন করা হয়েছে। প্রতি বস্তায় ৮ প্যাকেট করে উন্নত প্রজাতির দুধেশ্বর ধানের বীজ রয়েছে। অর্থাৎ ৩২০০ প্যাকেট ধানের বীজ কৃষকরা পেয়েছেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেঘনাদ মন্ডল বলেন, প্রতি প্যাকেটে ৬ কিলো করে বীজ ধান রয়েছে । তা দিয়ে এক বিঘা জমি চাষ করা যাবে। তিনি বলেন, দারিরজাঙ্গাল মৌজায় ২৪০ প্যাকেট দেওয়া হয়েছে। উল্লেখ্য, দারির জাঙ্গাল মৌজায় শতাধিক বিঘেতে নোনা জলের মেছোঘেরি হয়েছিল। কৃষকরা যে যার জমি ফেরত পেয়েছেন। এবার তাঁরা পেলেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের দেওয়া উন্নত মানের বীজ ধান। সন্দেশখালি ২ বিডিও অরুণ কুমার সামন্ত বলেন, ব্লক সহকারি কৃষি অধিকর্তার দপ্তর থেকে কৃষকদের বীজধান পঞ্চায়েত গুলিতে বন্টন করা হয়েছে। বীজধান পেয়ে খুশি রণজিৎ ব্যানার্জি, মৌসুমি মাইতি, অর্জুন মন্ডল, মদন সর্দার, অনিল মাইতি, সন্ধ্যা দে, যমুনা মাইতি প্রমুখ। তাঁরা বলেন, এতদিন বর্ষা নামেনি। এখন বৃষ্টি শুরু হয়েছে। সময়মত বীজধান পেয়ে আমরা এবার ধানের বীজতলা তৈরির কাজে নামতে পারব।
❤ Support Us