Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ১৮, ২০২২

ন্যায়বিচার না হওয়া পর্যন্ত হত্যা বন্ধ হবে না, বিস্ফোরক ফারুখ আবদুল্লা

আরম্ভ ওয়েব ডেস্ক
ন্যায়বিচার না হওয়া পর্যন্ত হত্যা বন্ধ হবে না, বিস্ফোরক ফারুখ আবদুল্লা

শনিবার সোপিয়ানে নিজের বাড়ির সামনে আপেল বাগানে খুন হয়েছেন কাশ্মীরি পন্ডিত পুরান কিষাণ ভাট। দক্ষিণ কাশ্মীরের জেলার চৌধুরী গুন্ড এলাকায় তাঁর পৈতৃক বাড়ির বাইরে সন্ত্রাসীরা কিষাণ ভাটকে গুলি করে হত্যা করে, যেখানে তিনি তার বাগান দেখাশোনা করতে গিয়েছিলেন। কিষাণ ভাটের হত্যার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুখ আবদুল্লা বলেন, কাশ্মীরের মানুষ ন্যায় বিচার না পেলে হত্যাকান্ড বন্ধ হবে না।

সন্ত্রাসীদের দ্বারা কাশ্মীরি পণ্ডিতের সর্বশেষ ‘‌টার্গেট কিলিং’‌ সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে ফারুখ আব্দুল্লা বলেন, ‘যতক্ষণ ন্যায় বিচার না হবে, ততক্ষণ এই হত্যাকান্ড থাকবে না। একসময় ওরা দাবি করত সংবিধানের ৩৭০ ধারার কারণে উপত্যকায় সন্ত্রাস বন্ধ করা যাচ্ছে না। এখন তো সেই ধারা বাতিল হয়েছে, রক্তপাত, হত্যা কি বন্ধ হয়েছে?‌ পরিস্থিতি উন্নতি হলে আর একজন নিরীহ কাশ্মীরি পণ্ডিত নিহত হত না। এর জন্য দায়ী কে?‌’‌

জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের এই প্রবীণ নেতা মনে করেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা বন্ধ রেখে জম্মু ও কাশ্মীরে কখনোই শান্তি ফেরানো সম্ভব নয়। তিনি বলেন, ‘‌জম্মু ও কাশ্মীরের শান্তির জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছেন না নরেন্দ্র মোদি। অথচ রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানদের বলছেন শান্তি স্থাপনের জন্য আলোচনায় বসতে। এটা তো মোদির দ্বিচারিতা।’‌ ফারুকের বক্তব্য সম্পর্কে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কেউ প্রতিক্রিয়া দেননি। তবে পাকিস্তানের সঙ্গে এখনই শান্তি আলোচনায় বসার কোনও পরিকল্পনা মোদি সরকারের নেই।

পিডিপি নেত্রী তথা জম্মু–কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বেশ কয়েকদিন ধরেই দাবি করে আসছেন, জম্মু–কাশ্মীরে হিংসা বন্ধ করতে হলে পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় বসা দরকার ভারতের। এবার আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাও একই দাবি তুললেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!