- দে । শ
- মার্চ ১৯, ২০২৪
ভদ্রেশ্বর শ্যামনগর জুটমিলে তালা। অনিশ্চিত কয়েক হাজার শ্রমিকের ভবিষ্যৎ
বেশ কিছুদিন ধরেই জুটমিলে মালিক-শ্রমিক ঝামেলা চলছিল । সোমরাত রাতে হঠাৎই সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ । মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক মিলের কাজে যোগ দিতে এলে তাদের গেট বাহার করা হয় ।
সোমবার থেকেই অনৈতিক ভাবে পাঁচ কর্মীকে বরখাস্ত করা অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছিলেন মিল শ্রমিকেরা। কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং দাবি নিয়ে মিলের সামনে ধর্ণায় বসেন তাঁদের একাংশ। তাদের অভিযোগ, চুক্তি বহির্ভূত কাজ করানো হচ্ছিল তাদের। জুট মিল বন্ধ করার পরিকল্পনায় তাদের অন্যত্র নিযুক্ত করার চেষ্টা চলছিল।সোমবার মিলের সামনে অবস্থানরত শ্রমিকদের একাংশ বলেন, গত জানুয়ারিতেই শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করেছিল মিলের পরিচালকরা । কিন্তু সেই চুক্তি ভঙ্গ করে হঠাৎই তারা নতুন কাজের নির্দেশিকা লাগু করে । শ্রমিকদের অন্য কাজে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হয়, এজন্য নতুন প্রশিক্ষণের কথাও বলা হয় । বিক্ষুব্ধ শ্রমিকদের বক্তব্য, গত দুদশক ধরে তারা জুট মিলের কাজ করেছেন । এটাই তাদের রুটিরুজির একমাত্র রাস্তা । নতুন কাজ শিখে অন্য কিছু করা তাদের পক্ষে সম্ভব নয় ।
ভদ্রেশ্বরের জুটমিলের চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানান, মালিকদের তরফে বিক্ষুব্ধদের কাজে যোগ দেওয়ার আবেদন জানানো হলেও শ্রমিকরা মানেননি । তারপরই সাসপেনশান অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দেয় মিল পরিচালকরা । শ্রমিক অসন্তোষের কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছে তারা ।
আচমকাই মিল বন্ধ হওয়ার পর অনিশ্চিত শ্রমিকদের ভবিষ্যৎ । তাদের দাবি, ইউনিয়ন এবং মালিক পক্ষের গোপন যোগসাজসেই তারা কাজ হারিয়েছেন ।
❤ Support Us