Advertisement
  • ভা | ই | রা | ল
  • এপ্রিল ২৯, ২০২২

অভিনব ‘চুক্তি’। এক সপ্তাহ না কাঁদলে মিলবে ১০০ টাকা!

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিনব ‘চুক্তি’। এক সপ্তাহ না কাঁদলে মিলবে ১০০ টাকা!

১ দিন না কাঁদলে মিলবে ১০ টাকা, গোটা সপ্তাহে না কাঁদলে দেওয়া হবে ১০০ টাকা। লিখিত চুক্তিও হয়েছে। এমনই কাণ্ড ঘটিয়েছে এক বাবা ও তাঁর খুদে ছেলে। ছয় বছরের শিশু আবিরের বাবার সেই হাতে লেখা চুক্তিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ছোটোরা যে বাড়িতে আছেই তাঁরাই জানেন খাওয়া-পড়াশুনো নিয়ে হাজারও ঝামেলা। কখনও চিৎকার-চেঁচামেচি আবার কান্না তো আছেই। পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণে আনতেই ছেলে আবিরের সঙ্গে অভিনব চুক্তি করেছেন বাবা।
চুক্তিতে, দৈনন্দিন কাজের সবকিছুই রয়েছে যেটি সম্প্রতি বাবা পোস্ট করেন তাঁর টুইটারে অ্যাকাউন্টে। সকালের ঘুম ভাঙা নিয়েও শর্ত চাপিয়েছে আবির। ফলে আলার্ম বাজার পরেও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে তাকে, বিছানা ছাড়ার জন্যে। দুধ খাওয়া, দুপুর ও রাতের খাবার খাওয়ার সময়, খেলার সময়, হোম ওয়ার্কের সময়, এমন সবকিছুই। লিখিত চুক্তিতে এও বলা হয়েছে, শিশুটি সব কাজ ঠিক মতো পালন করলে পাবে আর্থিক পুরস্কার। কোন কোন কাজে মিলবে পুরিস্কার?

ছেলে যদি একদিনে একবারও না কাঁদে তবে ১০ টাকা দেবে বাবা। যদি একটা গোটা সপ্তাহে কান্না, চিৎকার-চেঁচামেচি-মারামারি না করে সে, তবে ১০০ টাকা পুরস্কার মিলবে। বাবা আরও একটি টুইট করে জানিয়েছেন, দুধ খাওয়ার সময়, দুপুরে ও রাতের খাবার খাওয়ার সময় ২০ মিনিট করে টিভি দেখার অনুমতি দেওয়া হয়েছে আবিরকে। বাবা আরও জানিয়েছেন, এই চুক্তি আসলে দ্বিতীয়বার করা হল। যেহেতু আগের চুক্তি ঠিক মতো পালন না করেও স্টার মার্ক চেয়ে বসেছিল ছয় বছরের শিশু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!