Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৮, ২০২৩

ম্যানহাটনে চিনের গোপন পুলিশ ফাঁড়ি। ধৃত দুই। এফবিআইয়ের সঙ্গে তরজায় বেইজিং

আরম্ভ ওয়েব ডেস্ক
ম্যানহাটনে চিনের গোপন পুলিশ ফাঁড়ি। ধৃত দুই। এফবিআইয়ের সঙ্গে তরজায় বেইজিং

ম্যানহাটনে গোপনে একটি পুলিশ সাব-স্টেশন চালানোর দায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। দুজনেই চিনা বলে জানা গিয়েছে। এফবিআই সূত্রের খবর, ধৃত দুজনকে নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজনের নাম লু জিয়ানওয়াং এবং চেন জিনপিং। লু জিয়ানওয়াংয়ের বয়স ৬১ আর জিনপিং ৫৯ বছর বয়স্ক এক ব্যক্তি।

সোমবার এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এফবিআই জানিয়েছে, ধৃত দুই ব্যক্তিই চিন সরকারের গোপন এজেন্ট। এরা ম্যানহাটনে পুলিশ সাব-স্টেশন চালাচ্ছিল চিন সরকারের পক্ষে মানুষকে প্রভাবিত করা এবং চিন সরকারের প্রতি ভিন্ন মতাবলম্বীদের ভয় দেখাতে।

এফবিআইয়ের তরফে জানানো হয়েছে, চিন সরকারের জন নিরাপত্তা মন্ত্রকের নির্দেশেই ধৃত দুই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে গোপনে ওই পুলিশ সাব-স্টেশনটি চালাচ্ছিল। ম্যানহাটনের একটি বহুতলে সেটি চালানো হচ্ছিল বলে জানা গিয়েছে। ২০২২ সালে পুলিশ সাব-স্টেশনটি খোলা হয়। এরপর সেখান থেকে চিনের জন নিরাপত্তা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হচ্ছিল পুরোপুরি বেআইনিভাবে। এফবিআই তদন্তে নামার পরে চিনের জন নিরাপত্তা মন্ত্রককে যে তথ্যাদি পাঠানো হয়েছিল, তাও ডিলিট করে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, ধৃত দু’জনকেই ব্রুকলিনের আদালতে তোলা হয়েছে। এফবিআইয়ের পদস্থ আধিকারিক কে রননাউ বলেছেন, যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ওই পুলিশ সাব-স্টেশনটি চালানো হচ্ছিল, তা মার্কিনি আইনের সম্পূর্ণ পরিপন্থী। এভাবে বিরুদ্ধ মত চাপা দিতে পারবে না চিন।

এদিকে চিনের তরফে সব অভিযোগই অস্বীকার করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়েনবিন বলেছেন, চিন অন্য কোনও দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায় না। এটাই চিনের নিজস্ব নীতি। চিনের বিদেশমন্ত্রী উল্টে এই অভিযোগও করেছেন, গোটা ব্যাপারটাই কার্যত রাজনৈতিক কারসাজি। এজন্যেই ওদের গ্রেফতার করেছে এফবিআই।

সূত্রের খবর, চিনের জন নিরাপত্তা মন্ত্রকের কয়েক ডজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ, চিন সরকার সম্পর্কে ভিন্ন মতাবলম্বীদের ভয় দেখানোর হচ্ছে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছেন ওরা। হাজার হাজার ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হচ্ছে এই উদ্দেশ্য চরিতার্থ করতে। চিনের জন নিরাপত্তা বিভাগের ৬জন আধিকারিক ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চিন সরকারের বিরুদ্ধ মতাবলম্বী রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য সেন্সর করার দায়ে অভিযুক্ত। তবে ম্যানহাটনের আগে বিশ্বের অন্য কোথাও গোপনে পুলিশ ফাঁড়ি চালানোর জন্যে ফৌজদারি অভিযোগ দায়ের হয়নি। যদিও চিন বেআইনিভাবে এধরনের শতাধিক ফাঁড়ি চালাচ্ছে কানাডা, আয়ার্ল্যান্ড, নেদারল্যান্ডের মতো দেশেও। হেনস্থা করা হচ্ছে চিনের অভিবাসী নাগরিকদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!