Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ২৩, ২০২৩

আবার হার, গোয়া বন্দরে ধাক্কা খেল পাল তোলা নৌকা

আরম্ভ ওয়েব ডেস্ক
আবার হার, গোয়া বন্দরে ধাক্কা খেল পাল তোলা নৌকা

এফসি গোয়ার কাছে মোহনবাগানও শক্ত গাঁট। শনিবার মাঠে নামার আগে আইএসএলে ৬ বারের সাক্ষাৎকারে সবুজমেরুণের বিরুদ্ধে মাত্র একবারই জয় পেয়েছে। আগের ম্যাচে জুয়ান ফেরান্দোর দল মুম্বই বাধা কাটাতে না পারলেও, এফসি গোয়া অবশ্য মোহনবাগানের বিরুদ্ধে জয় তুলে নিল। গোয়ার বন্দরে ধাক্কা খেল পালতৌলা নৌকা। মোহনবাগানের ঘরের মাঠে ৪–১ ব্যবধানে জিতে শীর্ষস্থান ধরে রাখল এফসি গোয়া। শীর্ষে ওঠার স্বপ্ন অধরা থেকে গেল জুয়ান ফেরান্দোর দলের কাছে।

এবছর ডুরান্ড কাপের সেমিফাইনালে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল এফসি গোয়াকে। শনিবার মধুর প্রতিশোধ। সবুজমেরুণের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্দান্ত জয় তুল নিল। আগের ম্যাচে লালকার্ড দেখায় ইউস্তে, আশিস রাই ছিলেন না। ফলে দুর্বল মোহনবাগান আরও দুর্বল হয়ে পড়ে। ইউস্তের জায়গায় সুমিত রাঠিকে প্রথম একাদশে নিয়ে আসেন জুয়ান ফেরান্দো। তিনি ভরসা দিতে পারেননি। বাধ্য হয়ে পরে হামতেকে নামান বাগান কোচ।

মোহনবাগান রক্ষণের দুর্বলতার কথা অজানা ছিল না এফসি গোয়া কোচ মানোলো মার্কোয়েজের। তাই শুরু থেকেই দলকে আক্রমণাত্মক খেলার নির্দেশ দিয়েছিলেন। একের পর এক আক্রমণ শানিয়ে ১০ মিনিটে গোল তুলে নেয় গোয়া। ওদেইয়ের সঙ্গে কাড়াকাড়িতে মনবীরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে গোয়াকে এগিয়ে দেন নোয়া। ৪১ মিনিটে ব্যবধান বাড়ায় গোয়া। উদান্তার সেন্টার ভিক্টর বুকে নামিয়ে দেন ম্যাকহিউকে। ম্যাকহিউ আলতো করে আবার ভিক্টরকে ঠেলে দেন। গোল করতে ভুল করেননি ভিক্টর। প্রথমার্ধের ইনজুরি সময়ে ৩–০ করেন নোয়া। মিনিট খানেক পরই দুরন্ত ফ্রিকিক থেকে ব্যবধান কমান দিমিত্রি পেত্রাতোস।

দ্বিতীয়ার্ধেও এফসি গোয়ার দাপট অব্যাহত ছিল। তবে মাঝেমাঝে গোয়া রক্ষণে হানা দিচ্ছিলেন পেত্রাতোসরা। তবে গোয়াই বেশি আক্রমণ তুলে নিয়ে আসছিল। ৫১ মিনিটে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথ একটা নিশ্চিত গোল বাঁচান। ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান মোহনবাগানের ব্রেন্ডন হামিল। জুয়ান ফেরান্দো আগেই ৫ ফুটবলার পরিবর্তন করায় বাকি সময় ১০ জনে খেলতে হয় মোহনবাগানকে। ৯০ মিনিটে স্যাবিওরকে বক্সের মধ্যে ফাউল করেন অনিরুদ্ধ থাপা। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ৪–১ করেন নোয়া।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!