- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৫, ২০২৪
ভুবনেশ্বরে ফেডারেশক কাপে অলিম্পিকের টিকিট জোগাড় করতে ব্যর্থ অলড্রিন, তাজিন্দার

নিজের জাতীয় রেকর্ডের কাছাকাছি পৌঁছতে পারলেও এসে যেত অলিম্পিকের ছাড়পত্র। কিন্তু ৮ মিটারও লাফাতে পারলেন না জেসউইন অলড্রিন। প্যারিস যাওয়ার স্বপ্নপূরণ হল না এই ভারতীয় লং জাম্পারের। এশিয়ান গেমসে সোনাজয়ী শটপুটার তাজিন্দার পাল সিং টুরও অলিম্পিকের যোগ্যতামান পার করতে ব্যর্থ।
প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেতে হেলে জেসউইন অলড্রিনকে ৮.২৭ মিটার লাফাতে হত। কিন্ত ভুবনেশ্বরে অনুষ্ঠিত ফেডারেশন কাপ অ্যাথলেটিক্সে ৭.৯৯ মিটারের বেশি লাফাতে পারেননি। নিজের জাতীয় রেকর্ডের কাছাকাছিও পৌঁছতে পারেননি। গতবছর মার্চে ইন্ডিয়ান ওপেন জাম্পস প্রতিযোগিতায় ৮.৪২ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। পুরুষ লং জাম্পারদের মধ্যে একমাত্র মুরালি শ্রীশঙ্কর প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন। তিনি ২০২৩ সালের সালের জুলাইয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৮.৩৭ মিটার লাফিয়েছিলেন। তবে শ্রীশঙ্করের অলিম্পিক যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তাঁর বাম হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে।
তবে অলড্রিনের প্যারিস যাওয়ার এখনও সুযোগ রয়েছে। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিনি প্যারিসের টিকিট পেতে পারেন। অলিম্পিকের ছাড়পত্র পেতে গেলে তাঁকে ৩০ জুনের মধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথণ ৩২–এর মধ্যে থাকতে হবে। এই মুহূর্তে তামিলনাডুর এই ২২ বয়সী জাম্পার বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে রয়েছেন। ফেডারেশন কাপে ৭.৯৩ মিটার লাফ দিয়ে শুরু করেছিলেন অলড্রিন। পরের দুটি প্রয়াস ফাউল হয়। তারপর লাফান ৭.৮৫, ৭.৮৭ মিটার। শেষ প্রয়াসে ৭.৯৯ মিটার লাফিয়ে সোনা জেতেন।
এশিয়ান রেকর্ডধারী শটপুটার তাজিন্দার পাল সিং টুর প্রত্যাশামতো সোনা জিতলেও অলিম্পিকের যোগ্যতামান পার করতে পারেননি। ভুবেনেশ্বরে তিনি ছোঁড়েন ২০.৩৮ মিটার। প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতামান ছিল ২১.৫০ মিটার। গতবছর জুন মাসে এই ভুবনেশ্বরেই জীবনের সেরা ২১.৭৭ মিটার ছুঁড়েছিলেন। তবে টুরের সামনেও এখনও সুযোগ রয়েছে। ৩০ মে চেন্নাইতে ইন্ডিয়ান গ্রাঁ প্রি ২ ও ১২ জুন বেঙ্গালুরুতে ভারতীয় গ্রাঁ প্রি ৩ওতে সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে ইন্টার স্টেট চ্যাম্পিয়নশিপ, যা ২৭ থেকে ৩০ জুন পঞ্চকুলায় অনুষ্ঠিত হবে।
❤ Support Us