Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১৮, ২০২৪

পরভীনের জায়গায় জেসমিনকে অলিম্পিক কোটার জন্য ট্রায়ালে পাঠাচ্ছে ফেডারেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
পরভীনের জায়গায় জেসমিনকে অলিম্পিক কোটার জন্য ট্রায়ালে পাঠাচ্ছে ফেডারেশন

ভারতীয় বক্সিং ফেডারেশনের সব প্রয়াস ব্যর্থ। নির্বাসনের হাত থেকে বাঁচাতে পারল না পরভীন হুডাকে। তবে শাস্তির মেয়ার কিছুটা কমাতে পেরেছে। ১৪ মাস নির্বাসনে থাকতে হবে। ২০২৪ সালের ১৭ মে থেকে এই নির্বাসনের কার্যকাল শুরু হবে। নির্বাসনের কারণে প্যারিস অলিম্পিকে অংশ নিতে পারবেন না পরভীন হুডা। তাঁর জায়গায় ৫৭ কেজি বিভাগের ট্রায়ালে পাঠানো হবে জেসমিন ল্যাম্বোরিয়াকে। এক সরকারি প্রেস বিবৃতিতে জানিয়েছে ভারতীয় বক্সিং ফেডারেশন।
পরভীনের আইনজীবী বিদুষ্পত সিংহানিয়া বলেছেন, ‘‌পরভীনের নির্বাসন ২০২৫ সালের ১৬ জুলাই শেষ হবে। অর্থাৎ প্যারিস অলিম্পিকে নামতে পারবে না। এটা খুবই দুর্ভাগ্যজনক। শাস্তি এড়ানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। শেষ পর্যন্ত ১০ মাস বাঁচাতে পেরেছি। এই ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ২৪ মাস। ওকে ১৪ মাস নির্বাসনে থাকতে হবে।’‌
নিয়ম অনুসারে যে সব ক্রীড়াবিদ ওয়াডার নিবন্ধিত টেস্টিং পুলে রয়েছেন, তাঁদের প্রত্যোককে ত্রৈমাসিক অবস্থানের আপডেট জমা দিতে হয়। এক বছরের মধ্যে তিনবার ত্রৈমাসিক অবস্থানের আপডেট জমা না দিলে অ্যান্টি ডোপিং নিয়ম লঙ্ঘন বলে ধরা হয়। এই নিয়ম লঙ্ঘনের শাস্তি সর্বোচ্চ ২ বছর, সর্বনিম্ন ১ বছর। কিন্তু পরভীন হুডা সেই আপডেট দেননি।
পরভীন হুডার জায়গায় ভারতীয় বক্সিং ফেডারেশন জেসমিন ল্যাম্বোরিয়াকতে অলিম্পিক ট্রায়ালের জন্য আবার পাঠাচ্ছে। চলতি বছর মার্চে ইতালির বুস্তো আরসিজিওতে প্রথম বিশ্ব অলিম্পিক বক্সিং বাছাইপর্বের ৬৪–এর রাউন্ডের ম্যাচে জাপানের আয়াকা তাগুচির কাছে ৫–০ ব্যবধানে হেরে যান জেসমিন। গত বছর হ্যাংঝৌ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার ওয়ান উংইয়ং-এর কাছে হেরেছিলেন। ২৪ মে থেকে ২ জুন অলিম্পিকের ৫৭ কেজি বিভাগের জন্য আবার ট্রায়াল হবে। জেসমিনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছে ভারতীয় বক্সিং ফেডারেশন।
থাইল্যান্ডের ব্যাংককে আসন্ন বিশ্ব বাছাইপর্বের টুর্নামেন্টে মহিলাদের ৫৭ কেজি বিভাগে ইভেন্টে নতুন কোটা নিশ্চিত করার জন্য ভারত প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তবে নাম নথিভূক্ত করার সময়সীমা অতিক্রান্ত হওয়ায় শুধুমাত্র একজন বক্সারকে পাঠাতে পারে। অলিম্পিক বাছাইপর্বের জন্য ভারতীয় বক্সিং সংস্থার র‌্যাঙ্কিংয়ে ৬০ কেজি বিভাগে ২ নম্বরে রয়েছেন জেসমিন। তাঁর ব্যাঙ্ককে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় নিশ্চিত৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!