- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১৭, ২০২৪
গঙ্গাকে দূষণ রুখতে উৎস থেকে মোহনা পর্যন্ত অভিযানে ২০ মহিলা বিএসএফ জওয়ান

দূষণের বিষ থেকে মুক্তি আর মহিলাদের সশক্তিকরণ। এই জোড়া লক্ষ্য পূরণে গঙ্গার বুকে ভেলায় ভেসে পাড়ি ২০ জন মহিলা বিএসএফ জওয়ানের। গঙ্গার উৎসমুখ উত্তরাখণ্ডের গঙ্গোত্রী থেকে অভিযান শুরু হয়েছে গত দোসরা নভেম্বর। ২,০২৫ কিমি জলপথ পেরিয়ে এই যাত্রা শেষ হবে ২৪ ডিসেম্বর ভাগীরথীর মোহনা গঙ্গাসাগরে। যাত্রাপথে নদীর দুই পাড়ের জনপদগুলিতে মহিলা সশক্তিকরণ ও গঙ্গাকে স্বচ্ছ ও নির্মল করতে সচেতন করছেন জওয়ানরা। ‘এই প্রথম কোনও মহিলা বাহিনী দেশে এমন একটা অভিযান চালাচ্ছেন’ বলে দাবি বিএসএফের কনস্টেবল সুস্মিতা চৌধুরি। ২০ জনের দলটিতে রয়েছেন ২ জন সাব-ইন্সপেক্টর ও ১৮ জন কনস্টেবল।
পূর্বস্থলীর পাটুলির ভাগীরথীর ঘাটে মহিলা জওয়ানদের বরণ করে নিলেন নদিয়ার কৃষ্ণনগর বিএসএফ সেক্টরের হেড-কোয়ার্টারের ডিআইজি সঞ্জয় কুমার। অভিযান ও অভিযানের লক্ষ্যকে স্বাগত জানান তিনি। বললেন, ‘পরিবেশকে সুন্দর, বাসযোগ্য করার জন্য গঙ্গাকে দূষণমুক্ত ও স্বচ্ছ রাখতেই হবে।’ সেইসঙ্গে যোগ করেন, ‘মহিলারা অপরিসীম শক্তির অধিকারী। সেই শক্তিকে কীভাবে ব্যবহার করা হবে, সে ব্যাপারে পুণ্যতোয়া গঙ্গার দুই তীরের মহিলাদের সচেতন করছেন আমাদের মহিলা জওয়ানরা। যেসব মেয়েরা পরবর্তী সময়ে বিএসএফে যোগ দিতে ইচ্ছুক, তাদেরকেও এই বাহিনীর কর্মসূচি সম্পর্কে অবহিত করছেন।’ যাত্রাপথে নানান অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন মহিলা জওয়ানরা। ঘড়িয়াল, ডলফিন, বিভিন্ন ধরনের মাছ-সহ নানান জলজ প্রাণীর দেখা মিলেছে। গঙ্গা বিভিন্ন জায়গায় গতিমুখ পাল্টেছে। তাতে মূল ধারাপথটি চিনতে সমস্যায় পড়তে হয়েছে বেশ কয়েকবার। অনেকসময় চরে আটকে গেছে ভেলা। সেখানেই রাত কাটাতে হয়েছে। সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতাটি হয়েছিল হৃষিকেশের প্রয়াগরাজের কাছে। কুম্ভমেলার প্রস্তুতি হিসেবে সেখানে কয়েকটি ভাসমান সেতু তৈরি হচ্ছে। তাতে ধাক্কা লেগে উল্টে যায় বোট। জখম হন কয়েকজন জওয়ান। সহায়ক দল খবর পেয়ে এসে বোট সোজা করে উদ্ধার করে জওয়ানদের।
মহিলা জওয়ানরা ভেলায় ভেসে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময়ে বিএসএফের জওয়ান ও অফিসাররা তাদেরকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছেনI এদিন ১৬১ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে পাটুলিতে ভাগীরথী লাগোয়া খেলার মাঠে একটি অস্থায়ী ক্যাম্প করে সচেতনতা প্রচারের বন্দোবস্ত করেন। বিএসএফের এই সচেতনতা ছড়ানোর উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষজনও।
❤ Support Us