Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ৩০, ২০২৪

কাটোয়ায় আক্রান্ত মহিলা চিকিৎসক

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় আক্রান্ত মহিলা চিকিৎসক

নতুন কেনা শাড়ি-ব্লাউজ পাল্টাতে গিয়ে আক্রান্ত মহিলা চিকিৎসক। কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকার ঘটনায় অভিযুক্ত ওই বুটিকের দোকানের মালিকের স্ত্রী। সোফিয়া তাখেলাম্বাম নামে কাটোয়া মহকুমা হাসপাতালের আয়ুষ বিভাগের ওই চিকিৎসকের হাতের আঙুল ভেঙেছে। মাটিতে ফেলে নির্বিচারে কিল-ঘুষি মারায় শরীরজুড়ে ব্যথা। তিনি কাটোয়া মহকুমা হাসপাতালের এইচডিইউ বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটির বিহিত চেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সোফিয়া। পুলিশ তদন্ত শুরু করেছে আর এমন ‘অনভিপ্রেত’ ঘটনার জন্য বুটিকের দোকানের মালিক শ্যামল বৈরাগ্য জানান, ‘আমি দুঃখিত। ক্ষমাপ্রার্থী।’
পুলিশ ও এলাকা সূত্রের খবর, মহিলা চিকিৎসক ওই বুটিকের দোকানের পরিচিত খরিদ্দার। সপ্তাহখানেক আগে কয়েকটি শাড়ি-ব্লাউজ কেনেন তিনি। দুটি ব্লাউজ ঠিকঠাক না হওয়ায় বদলাতে যান। দোকান মালিক শ্যামলবাবু দোকানে ছিলেন না। ছিলেন তার স্ত্রী নয়নমণি বৈরাগ্য। অভিযোগ, ব্লাউজ পাল্টানোর কথা বলতেই তিনি খেপে যান। উল্টোপাল্টা কথা বলতে থাকেন। শুরু হয় বচসা। তার মাঝেই সফিয়াকে দোকানের মেঝেয় ফেলে এলোপাথাড়ি কিল, চড়, লাথি, ঘুষি মারতে থাকেন নয়নমণি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!