শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বের সেরা ৫০০ ধনকুনেরের তালিকায় চলে এলেন সুপারকার নির্মাতা পিয়ের ফেরারি। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্স অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হার সত্ত্বেও ইটালির গাড়ি নির্মাতার এই অভূতপূর্ব সাফল্যে বিস্মিত বাজার বিশেষজ্ঞরা।
সংবাদ সংস্থার খবর, ২০২২-২৩ অর্থবর্ষে ফেরারির কোম্পানি সবথেকে বেশি গাড়ি ব্যবসা করেছে। গাড়ির ক্রেতারা ধনবান হওয়ার আর্থিক মন্দার প্রভাব ফেরারির গাড়ি ব্যবসাকে স্পর্শ করতে পারেনি। বিশ্বের সেরা ধনকুবেরদের মধ্যে ৪৬৭ তম স্থানে অবস্থান করছেন সুপার কার নির্মাতা সংস্থাটি। ২০২৫ সালে সম্পূর্ণ রূপে বিদ্যুতচালিত গাড়ি ব্জারে আনার পরিকল্পনা করছে সংস্থা। সেই লক্ষ্যে শুরুও হয়েছে ভাবনা-চিন্তা। জানালেন সংস্থার সিইও বেনেডিত্তো ভিগনা।
ধনকুবের রূপে পিয়ের ফেরারির উত্থান শুরু হয় ২০১৫ সালে। তিনি তার বাবার ছয় দশকের কোম্পানির শেয়ার বাজারে বেচে দেন। তখন থেকেই বাজারে তার কোম্পানির শেয়ারের দাম ৪০০ শতাংশ বৃদ্ধি পায়। তাঁর বাবা এনজো ১৯৮৮ সালে ৯০ বছর বয়সে মারা যান। তারপর উত্তরাধিকারসূত্রে কোম্পানির মালিক হয়েছিলেন তিনি। তার পিতা রেসিং গাড়ি চালক হিসেবে কাজ করতেন। পরে নিজের কোম্পানি গড়ে তোলেন। নিজের বাবার সম্পর্কে সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মানুষ কি চায় তা শুনতে বরবারই তিনি আগ্রহী ছিলেন। সেই অনুযাইয়ী বাজারে গাড়ির মডেল আনার ব্যাপারে ভাবনা চিন্তা করতেন। ফেরারি সম্প্রতি নিজের পারিবারিক একটি ট্রাষ্ট খুলেছেন। যেটা তার উত্তরাধিকারীরা দেখাশোনা করবেন। যদিও নিজের জীবদ্দশায় শেয়ারের ব্যাপারে ভোটদান সংক্রান্ত বিষয়টি নিজের হাতেই রেখে দিয়েছেন রেসিং কার নির্মাতা।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34