Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

‌ফিফার বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত মেসি, চুম্বন বিতর্কে জড়িয়ে পড়া হারমোসো

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ফিফার বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত মেসি, চুম্বন বিতর্কে জড়িয়ে পড়া হারমোসো

গত বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন করে ফিফার সেরা ফুটবলারেদের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন লিওনেল মেসি। এবারও ফিফার সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে রয়েছেন আর্জেন্টিনার এই তারকা। তাঁর সঙ্গে লড়াইয়ে রয়েছেন স্বদেশীয় তারকা হুলিয়ান আলভারেজ, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইনরা। তবে গতবছর সেরা কোচের পুরস্কার জেতা আর্জেন্টিনার লিওনেল স্কালোনি এবার সেরা কোচের তালিকায় মনোনয়ন পাননি।
বর্ষসেরা পুরস্কারের জন্য ১২ জন ফুটবলার মনোনীত হয়েছেন। গত বছর তিনটি ট্রফি জেতা ম্যাঞ্চেস্টার সিটির ৬ ফুটবলার আর্লিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, এডেরসন, হুলিয়ান আলভারেজ, ইলকায় গুন্দোয়ান ও বার্নার্ড সিলভা। এছাড়াও রয়েছেন কিলিয়ান এমবাপে। সেরা ফুটবলার মনোনীত হওয়ার জন্য খেলোয়াড়দের ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত পারফরমেন্স বিবেচনা করা হচ্ছে। ফিফার ওয়েবসাইটে আগামী ৬ অক্টোবর পর্যন্ত ভোট দেওয়া যাবে। ২০১৯ ও ২০২২ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন মেসি।
মহিলাদের সেরা ফুটবলারদের তালিকায় মনোনয়ন পেয়েছেন এবারের বিশ্বকাপে চুম্বন বিতর্কে জড়িয়ে পড়া স্পেনের জেনি হারমোসো। এই প্রথমবার তিনি বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত হলেন। এছাড়াও মনোনয়নের তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার স্যাম কের, ইংল্যান্ডের অ্যালেক্স গ্রিনউড, মার্কিন যুক্তরাষ্ট্রের লিন্ডসে হোরানরা।
ফিফার বর্ষসেরার জন্য মনোনীত পুরুষ ফুটবলারদের তালিকা:‌ হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), মার্সেলো ব্রোজোভিচ (ক্রোয়েশিয়া), কেভিড ডি ব্রুইন (বেলজিয়াম), ইলকায় গুন্দোয়ান (জার্মানি), আর্লিং হলান্ড (নরওয়ে), রদ্রি (স্পেন), খিচা কাভারাস্কেইয়া (জর্জিয়া), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিক্টর ওসিমেন (নাইজেরিয়া), ডেকলান রাইস (ইংল্যান্ড) ও বের্নার্দো সিলভা (পর্তুগাল)।
মহিলা ফুটবলারদের তালিকা:‌ আইতানা বোনমাতি (স্পেন), লিন্ডা কাইসেদো (কলম্বিয়া), র‌্যাচেল ডেলি (ইংল্যান্ড), কাদিদিয়াতু দিয়ানি (ফ্রান্স), ক্যাইটলিন ফুর্ড (অস্ট্রেলিয়া), মেরি ফাউলার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স গ্রিনউড (ইংল্যান্ড), জেনি হারমোসো (স্পেন), লিন্ডসে হোরান (যুক্তরাষ্ট্র), আমান্ডা ইলেস্টেট (সুইডেন), লরেন জেমস (ইংল্যান্ড), স্যাম কার (অস্ট্রেলিয়া), মাপি লিওন (স্পেন), হিনাতা মিয়াজাওয়া (জাপান), সালমা পারায়উয়েলো (স্পেন) ও কেইরা ওয়ালশ (ইংল্যান্ড)।
সেরা কোচের জন্য মনোনয়ন পেয়েছেন গত মরশুমে তিনটি ট্রফি জেতা ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাঘি, বার্সিলোনার জাভিরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!