- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৩০, ২০২২
সুনীলকে বিশেষ সম্মান জানাচ্ছে ফিফা
সুনীলের ফুটবল জীবনের উত্থানের কাহিনী নিয়ে তিনপর্বের সিরিজ প্রকাশ করতে চলেছে বিশ্বফুটবলের এই নিয়ামক সংস্থা

বিশ্বের দুই সেরা ফুটবলারের সঙ্গে দেশের হয়ে গোল করার লড়াইয়ে রয়েছেন ভারতের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রি। ভারতীয় ফুটবলে তাঁর অবদান অনস্বীকার্য। আন্তর্জাতিক মঞ্চে নিজেকে যেভাবে মেলে ধরেছেন, তাঁর কৃতিত্বকে বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সুনীলের ফুটবল জীবনের উত্থানের কাহিনী নিয়ে তিনপর্বের সিরিজ প্রকাশ করতে চলেছে বিশ্বফুটবলের এই নিয়ামক সংস্থা।
২০০৫ সালে ১২ জুন পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় সুনীল ছেত্রির। তারপর থেকে তিনি দেশের হয়ে ১৩১ ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮৪টি। দেশের হয়ে গোল করার বিচারে তাঁর আগে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আর্জেন্টিনার লিওনেল মেসি। রোনাল্ডো দেশের হয়ে করেছেন ১১৭ গোল আর মেসি করেছেন ৯০ গোল।
সুনীল ছেত্রিকে সম্মান জানানোর ব্যাপারে ফিফা টুইট করে জানিয়েছে, ‘সবাই জানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির পর আন্তর্জাতিক ম্যাচে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রি। তাঁকে সম্মান জানানোর জন্য ফিফা একটা বিশেষ সিরিজ তৈরি করেছে।’
ফিফা যে তিন পর্বের সিরিজ তৈরি করেছে, তাতে প্রথম পর্বে থাকবে সুনীলের যাত্রা শুরুর কাহিনী। দ্বিতীয় পর্বে থাকবে ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্নের কথা, পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী ও জাতীয় দলের হয়ে অবিশ্বাস্য পারপরমেন্স। আর তৃতীয় পর্বে থাকবে ব্যক্তিগতজীবন ও পেশাদার ফুটবলে নিজেকে যেভাবে নিজেকে শীর্ষে নিয়ে গেছেন, তার কাহিনী।
ফিফা ভারতীয় ফুটবলের আইকনকে যখন সম্মান জানাতে চলেছে, তখন ক্রমশ পিছিয়ে পড়ছে ভারতীয় ফুটবল। আইএসএল চালু হওয়ার পরও ভারত যে তিমিরে ছিল, সেই তিমিরেই পড়ে রয়েছে। কোনও উন্নতি হয়নি।
ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক মাঝে মাঝেই আফশোস করেন, সুনীল ছেত্রির বিকল্প স্ট্রাইকার না পাওয়ায়। এখনও দলকে জেতানোর জন্য ৩৮ বছর বয়সী সুনীলের দিকেই তাকিয়ে থাকতে হয় ভারতীয় দলের কোচকে।
❤ Support Us