- এই মুহূর্তে প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৭, ২০২২
ভারতের ওপর থেকে নির্বাসন তুলে নিল ফিফা
১২ দিন আগে ভারতীয় ফুটবলের ওপর কালো দিন নেমে এসেছিল। ফুটবল প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারনে ভারতকে নির্বাসিত করেছিল ফিফা।

চিত্র সংগৃহীত
১২ দিন আগে ভারতীয় ফুটবলের ওপর কালো দিন নেমে এসেছিল। ফুটবল প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারনে ভারতকে নির্বাসিত করেছিল ফিফা। কদিন আগেই প্রশাসক কমিটি ভেঙে দিয়ে পুরনো কমিটির ওপর ফের দায়িত্ব ফিরিয়ে দিয়েছে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ না থাকায় ভারতীয় ফুটবলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। শুক্রবার রাতে ফিফার পক্ষ থেকে নির্বাসন তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। নির্বাসন উঠে যাওয়ায় মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে আর বাধা রইল না ভারতের।
ফিফার পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর থেকে নির্বাসন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফার কাউন্সিল ব্যুরো। নির্বাসন উঠে যাওয়ায় মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ভারতের হাতেই থাকছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১১–৩০ অক্টোবরই ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।’ যদি নির্বাসন না উঠত, তাহলে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হত।
এক মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রীম কোর্ট ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর প্রশাসক বসিয়েছিল। সেই প্রশাসকমণ্ডলী নতুন সংবিধান তৈরি করে নির্বাচনের উদ্যোগ নিয়েছিল। ফুটবল প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য ফিফা ভারতকে নির্বাসিত করে। ফিফার সংবিধান ফুটবল প্রশাসনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের ঘোর বিরোধী।
এরপর সুপ্রীম কোর্ট প্রশাসকমণ্ডলীকে সরিয়ে দেয়। এরপর ফেডারেশনের নতুন কমিটি গঠনের জন্য আবার নতুন করে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। প্রশাসকমণ্ডলীএ সরিয়ে দেওয়ার জন্যই ফিফা ভারতের ওপর থেকে নির্বাসন তুলে নিয়েছে। ২ সেপ্টেম্বর ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। নির্বাচনপ্রক্রিয়া সম্পন্ন করা ও নতুন কমিটি গঠনের ব্যাপারে ফিফা ও এএফসি সবরকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
❤ Support Us