- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৫, ২০২৪
১১ জুন শুরু ২০২৬ বিশ্বকাপ ফুটবল, ফাইনাল ১৯ জুলাই, ঘোষণা ফিফার
ঢাকে কাঠি পড়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপে। রবিবার আগামী বিশ্বকাপের ম্যাচের সূচি ও ভেন্যু ঘোষণা করেছে ফিফা। ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ৩৯ ধরে চলবে বিশ্বকাপ। ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।
বেশ কিছু নতুন জিনিসের সাক্ষী থাকবে ২০২৬ বিশ্বকাপ। এই প্রথম একসঙ্গে তিনটি দেশ বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। এই তিনটি দেশ হল কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০২২ বিশ্বকাপ পর্যন্ত ৩২টি দেশ অংশ নিয়েছে। ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নেবে। এই প্রথম এতগুলো দেশ বিশ্বকাপে খেলবে। নকআউট পর্ব শুরু হবে ৩২টি দল নিয়ে। ফলে বিশ্বকাপে সময় ও ম্যাচের সংখ্যা বাড়ছে।
৩টি দেশের ১৬টি স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচসহ মোট পাঁচটি ম্যাচ হবে। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। বিশ্বকাপের ফাইনাল হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। এই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব পাচ্ছে এই স্টেডিয়াম। ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবচেয়ে বেশি ম্যাচ হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে। এই স্টেডিয়াম মোট ৯টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে।
১১ জুন থেকে বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু হবে, চলবে ২৭ জুন পর্যন্ত। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত নক আউট পর্বের শেষ ৩২–এর ম্যাচ অনুষ্ঠিত হবে। মেক্সিকোর গুয়াদালাহারা ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে শেষ ৩২–এর ম্যাচ। লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ। প্রি–কোয়ার্টার ফাইনাল শুরু হবে ৪ জুলাই, চলবে ৭ জুলাই পর্যন্ত। ৯ থেকে ১১ জুলাই কোয়ার্টার ফাইনাল। চারটি কোয়ার্টার ফাইনাল হবে লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টনে। ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। ১৮ জুলাই তৃতীয় স্থানের ম্যাচ হবে মায়ামিতে। ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল।
❤ Support Us