Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১, ২০২২

মেসির পেনাল্টি মিস সত্ত্বেও পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

আরম্ভ ওয়েব ডেস্ক
মেসির পেনাল্টি মিস সত্ত্বেও পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপে ভবিষ্যত অনিশ্চিত করে তুলেছিল আর্জেন্টিনা। মেক্সিকোকে হারিয়ে নক আউটে যাওয়ার অক্সিজেন সংগ্রহ করেছিল। শেষ ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে জেতা ছাড়া রাস্তা ছিল না। ড্র করলে পড়তে হত জটিল অঙ্কের সামনে। অ্যালিস্টার ও আলভেরেজের গোলে অঙ্ক ছাড়াই গ্রুপ শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনের টিকিট জোগাড় করে ফেলল আর্জেন্টিনার। মেসি পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা জিততে সমস্যা হয়নি। গোলের নীচে পোল্যান্ড গোলকিপার সেজেসনি অপ্রতিরোধ্য হয়ে না উঠলে ব্যবধান বাড়ত।
মরণবাঁচন ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটের মধ্যেই তিন–তিনবার গোললক্ষ্য করে শট নেয়। এর মধ্যে মেসির একটা শট কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল পোল্যান্ড গোলকিপার সেজেসনিকে। বাঁপ্রান্ত দিয়ে বল নিয়ে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকে শট নিয়েছিলেন মেসি। সেজেসনি জায়গায় দাঁড়িয়ে তাঁর শট আটকে দেন। ১৬ মিনিটে আকুনাও ভাল সুযোগ পেয়েছিলেন। বক্সের ভেতর থেকে তাঁর নেওয়া শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়। ম‌্যাচের ২৮ মিনিটে সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। ডি মারিয়ার ক্রসে মেসি আলতো ছোঁয়া দিয়েছিলেন। পোল্যান্ডের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। এরপর আকুনা কোনাকুনি শট নিলেও পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
৩৩ মিনিটে ডি মারিয়ার কর্ণার গোলে ঢোকার মুখে ফিস্ট করে কর্ণারের বিনিময়ে বাঁচান পোল্যান্ড গোলকিপার সেজেসনি। ২ মিনিট পর  আবার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন তিনি। আরভারেজের শট বাঁচিয়ে দেন। ফিরতি বল পেয়ে সেন্টার করেন আলবারেজ। মেসি হেড দিতে উঠলে বল বিপদমুক্ত করতে গিয়ে তাংর মুখে আঘাত করেন সেজেসনি। রেফারি ভিএআর–এর সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। মেসির শট আটকে দেন পোল্যান্ড গোলকিপার। ৪২ মিনিটে আলভারেজের শট পাঞ্চ করে বার করে দেন তিনি। ফিরতি বলে শট নিয়েছিলেন ডি পল। এবার তালুবন্দী করেন পোলিশ গোলকিপার।
দ্বিতীয়ার্ধের শুরুতে আর দূর্গ রক্ষা করতে পারেননি সেজেসনি। ম্যাচের ৪৬ মিনিটে মোলিনার ক্রস থেকে ডানপায়ের শটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। ৬০ মিনিটে মেসির পাস থেকে আরও একবার শট নিয়েছিলেন তিনি। বল সরাসরি সেজেনেসের হাতে চলে যায়। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান আলভারেজ। এঞ্জো ফার্নান্ডেজের পাস থেকে দুরন্ত শটে ২–০ করেন তিনি। ৭১ মিনিটে মেসির শট আটকে নিশ্চিত গোল বাঁচান সেজেসনি। দলকে বড় ব্যবধানে হারের হাত থেকে রক্ষা করে শেষ ষোলোর টিকিটও জোগাড় করে দেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!