- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ১৯, ২০২২
ফুটবল মহারণের রমনীয় উচ্ছ্বাসে বাঁধ? কীভাবে সামল দেবে পারস্য উপসাগরের রক্ষণশীল স্রোত

বিশ্বকাপের আসরে সুন্দরী রমনীদের জৌলুস, খোলামেলা পোষাক বিশ্বফুটবলের মহারণকে বরাবরই অন্য উচ্চতায় নিয়ে গেছে । ফুটবল মাঠে সমর্থকদের বর্ণময় সাজ এবার কী ব্রাত্য কাতারের ময়দানে । লিওনেস মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, এমবাপের মতো তারকা ফুটবলাররা থাকলেও কাতার বিশ্বকাপ কিন্তু এবার অনেকটাই জৌলুসহীন । কারণ, কাতার বিশ্বকাপের গ্যালারিতে, একধরণের অলিখিত বিধিনিষেধের বাতাস বইছে ।
মুসলিম অধ্যুষিত মধ্য প্রাচ্যের এই দেশে এখনো দাপট পুরুষ অনুশাসনের । মহিলাদের পরিধানে রয়েছে নানা নিষেধাজ্ঞা । বিশ্বকাপে অংশ নিতে আসা কোনও দেশের মহিলা সমর্থক যদি খোলামেলা পোশাক পরে সেই দেশের নিয়ম বহির্ভূত কাজ করেন তা হলে তাঁকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, এহেন একটা গুজবে মুখর বিশ্বের তামাম স্যোশাল মিডিয়া । কিন্তু আদপে কতটা সত্য নিয়মের এই নজরদারি ?
কাতার প্রশাসন জানিয়েছে, তাদের ঐতিহ্য আর সংস্কৃতিকে সম্মান জানাবেন বিদেশি দর্শকরা, এবিষয়ে তার আশাবাদী । দেশের বিভিন্ন ঐতিহাসিক সৌধ, সরকারি দফতরে প্রবেশের ক্ষেত্রে তারা জারী করেছেন কিছু নিয়মবিধি । তাদের দেশে বিশ্বকাপ দেখতে আসা বিদেশি সমর্থকদের কাতারে সৌধ বা সরকারি দফতর সহ বেশ কিছু স্থানে প্রবেশের ক্ষেত্রে কাঁধ ঢাকা, হাঁটু পর্যন্ত লম্বা পোশাক পড়তে হবে । শুধু মহিলারাই নন, পুরুষরাও দেহের উর্ধাঙ্গ বেআব্রু করে ঘুরলে জরিমানার সম্মুখীন হতে পারেন এমনকী তাদের জেলও হতে পারে । বিশ্বকাপের ওয়েবসাইটে লেখা হয়েছে, ‘মানুষ তাঁদের নিজেদের পছন্দ মতো পোশাক পরিধান করতে পারেন । আশা করা হচ্ছে সমর্থকরা কাঁধ ঢাকা এবং হাঁটু পর্যন্ত ঢাকা পোশাক পরে পাবলিক প্লেসে, মিউজিয়ামে বা কোনও সরকারি দপ্তরে যাবেন ।’
এবিষয়ে সেদেশে মানবাধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের বক্তব্য, নারীদের অধিকারের প্রশ্নে কাতারের পুরুষ অবদমিত প্রশাসন রক্ষণশীল । যদিও সে দেশে মহিলাদের পোশাক ব্যবহারের ক্ষেত্রে কোনো লিখিত নিয়ম নেই । তবে দেশের ঐতিহ্যে কোন কালির আচড় পরুক, তাও বরদাস্ত করবেনা সেখানকার প্রশাসন, তাই কাঁধ ঢাকা এবং হাঁটু পর্যন্ত ঢাকা পোশাক ব্যবহারের কথা ঘোষণা করেছেন তারা ।
প্রসঙ্গত, পশ্চিম এশিয়া এই মুহূর্তে তাবড় বিশ্বের খাস নজরে । একদিকে প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ অন্যদিকে প্রায় একই সময়ে নারীর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ইরান জ্বলছে । কাতার সমুদ্রতটের ঠিক উল্টোদিকে,পারস্য উপসাগরের অন্য পারে ঘটছে সেই নারকীয় ঘটনা, যেখানে হিজাবের অবগুন্ঠনের প্রতিবাদ করায় প্রাণ দিতে হয়েছে ২২ এর তরুণী মাহসা আমিনিকে । ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কাতারের রক্ষণশীল প্রশাসন কীভাবে সামাল দেবে ফুটবল বিশ্বকাপের বর্ণময় আবেগকে ?
❤ Support Us