Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৮, ২০২২

৩৬ বছরের অপেক্ষার অবসান, মেসির হাত ধরে স্বপ্নপূরণ আর্জেন্টিনার

আরম্ভ ওয়েব ডেস্ক
৩৬ বছরের অপেক্ষার অবসান, মেসির হাত ধরে স্বপ্নপূরণ আর্জেন্টিনার

অতিরিক্ত সময়ে আক্রমণ প্রতি আক্রমণে খেলাটা দারুন জমে উঠেছিল। দুই দলের সামনেই বেশ কয়েকটা সুযোগ তৈরি হয়। কিন্তু অতিরিক্ত সময়ের প্রথমার্ধে কোন দলই তিন কাঠি ভেদ করতে পারেনি।

নাটক জমে ওঠে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ১০৯ মিনিটের মাথায় অবশেষে মেসির সেই কাঙ্ক্ষিত গোল। ডানদিক থেকে উঠে এসে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন লাওতারো মাটিনেজ। ঝাঁপিয়ে কোনও রকমে সেই বল বাঁচান ফ্রান্স গোলকিপার হুগো লরিস। ফিরতি বল যায় মেসির কাছে। ডান পায়ের শটে তিনি গোল করেন। ১১৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপে। বিশ্বকাপ ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন ফ্রান্সের এই স্ট্রাইকার। ম্যাচের একেবারে অন্তিমলগ্নে একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে মুয়ানির শট বাঁচিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ।

টাইব্রেকারে ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন এমবাপে। আর্জেন্টিনার মেসি। কোমানের শত সেভ করেন মার্টিনেজ। দিবালা গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। চুয়ামনির শট সেভ করেন মার্টিনেজ। পারদেশ গোল করেন। মুয়ানি গোল করে ৩-২ করে। মনটিয়েল গোল করে আর্জেন্টিনাকে বিশ্ব খেতাব এনে দেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!