- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১, ২০২২
আজ জার্মানি–কোস্টারিকা ম্যাচে ইতিহাস গড়তে চলেছেন স্টিফানি ফ্রাপার্ত,নেউজা ব্যাক এবং কারেন দিয়াজ

আজ কাতারে ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়তে চলেছেন ফ্রান্সের স্টিফানি ফ্রাপার্ত। জার্মানি ও কোস্টারিকা ম্যাচে বাঁশি মুখে ম্যাচ পরিচালনা করবেন তিনি। স্টিফানি ফ্রাপার্তই হবেন প্রথম মহিলা রেফারি, যিনি পুরুষদের বিশ্বকাপের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন। দোহার আল বাইত স্টেডিয়ামে ম্যাচে স্টিফানি ফ্রাপার্তকে সহায়তা করবেন ব্রাজিলের সহকারী রেফারি নেউজা ব্যাক এবং মেক্সিকোর কারেন দিয়াজ মেডিনা। স্টিফানিদের সহযোগিতা করার জন্য ভিডিও রিভিউ টিমে চতুর্থ মহিলা অফিশিয়ালের দায়িত্ব সামলাবেন আমেরিকার ক্যাথরিন নেসবিট।
This Thursday, an all-female refereeing trio will take charge of a men’s @FIFAWorldCup match for the first time.
Stéphanie Frappart will be joined by assistants Neuza Back and Karen Diaz in overseeing @fedefutbolcrc against @DFB_Team.
History in the making! 🙌 pic.twitter.com/KusT7SOUn9
— FIFA.com (@FIFAcom) November 29, 2022
৩৮ বছর বয়সী স্টিফানি ফ্রাপার্ত এই প্রথম ইতিহাসে নাম তুলতে চলেছেন, এমন নয়। লিগ ওয়ান ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসি বনাম লিভারপুল ম্যাচেও প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেছিলেন। এছাড়াও চলতি বিশ্বকাপে স্টিফানি ফ্রাপার্ত ‘সি’ গ্রুপে মেক্সিকো ও পোল্যান্ড ম্যাচে চতুর্থ রেপারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনিই হলেন বিশ্বকাপে এই দায়িত্ব পালন করা প্রথম মহিলা রেফারি।
জার্মানি ও কোস্টারিকার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েও চাপে নেই স্টিফানি ফ্রাপার্ত। সঠিকভাবে দায়িত্ব পালন করার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। ফ্র্যাপার্ত বলেছেন, ‘পুরুষদের বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়াযজ্ঞ। আমি ফ্রান্স ও ইউরোপে প্রথম রেফারি ছিলাম। তাই জানি কীভাবে এইরকম চাপের ম্যাচে মোকাবিলা করতে হয়।’ বিশ্বকাপের আগে ফিফা রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোলিনা বিশ্বকাপে তিনজন মহিলা রেফারি সম্পর্কে বলেছিলেন, ‘তারা মহিলা বলে তাদের বেছে নেওয়া হয়নি, নেওয়া হয়েছে ফিফা রেফারি হিসাবে। তারা যে কোনো ম্যাচ পরিচালনা করতে পারেন।’
এবারের কাতার বিশ্বকাপে এই প্রথম তিনজন মহিলা রেফারি রয়েছেন। স্টিফানি ফ্রাপার্ত ছাড়া বাকি দুজন হলেন রুয়ান্ডার সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়ামাশিতা। ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারি নির্বাচন করা হয়েছে। এর মধ্যে তিনজন মহিলা রেফারি। এছাড়াও ৬৯ জন সহকারী রেফারিও বাছাই করা হয়েছে। যার মধ্যে রয়েছে তিনজন মহিলা। এরা হলেন ব্রাজিলের নেউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেডিনা এবং আমেরিকান ক্যাথরিন নেসবিতা।
❤ Support Us