- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ২৬, ২০২২
দুরন্ত মেসি, কাতার বিশ্বকাপে স্বপ্ন দেখাচ্ছেন আর্জেন্টিনাকে

কিছুদিন আগেই লিওনেল মেসি ঘোষণা করেছেন কাতারেই তিনি শেষ বিশ্বকাপ খেলবেন। ক্লাব ফুটবলে প্রচুর সাফল্য। কোপা আমেরিকাতেও দেশকে সাফল্য এনে দিয়েছেন। কিন্তু বিশ্বকাপ ট্রফিটাই অধরা থেকে গেছে। কাতারেই জীবনের শেষ বিশ্বকাপে ট্রফিটা হাতে তুলতে মরিয়া আর্জেন্টিনার এই তারকা। বিশ্বকাপ যতই আসছে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচে মেসির ঝড়ে উড়ে গেল মাক্কাবি হাইফা। ৭–২ ব্যবধানে জিতল প্যারিস সাঁ জাঁ। জোড়া গোল করনে মেসি। কিলিয়ান এমবাপেও করেন ২টি গোল। একটা গোল করেন নেইমার। গ্রুপ থেকে ৫ ম্যাচে ১১ পয়েন্ট পেয়ে প্রি–কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে ফেলল প্যারিস সাঁ জাঁ।
ম্যাচের ১৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। ৩২ মিনিটে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপে। ৩৫ মিনিটে ৩–০ করেন নেইমার। ৩৮ মিনিটে মাক্কাবি হাইফার হয়ে ব্যবধান কমান আব্দুলায়ে সেক। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মেসি। দ্বিতীয়ার্ধেও প্যারিস সাঁ জাঁ–র দাপট অব্যাহত ছিল। তার মাঝেই আব্দুলায়ে সেক ৫০ মিনিটে আরও একটা গোল করেন। ৬৪ মিনিটে প্যারিস সাঁ জাঁ–র হয়ে পঞ্চম গোল করেন এমবাপে। ২ মিনিট পরেই সিন গোল্ডবার্গের আত্মঘাতী গোলে ব্যবধান বেড়ে যায়। ৮৪ মিনিটে প্যারিস সাঁ জাঁ–র হয়ে সপ্তম গোলটি করেন কার্লোস সোলের।
প্যারিস সাঁ জাঁ দুর্দান্ত জয়ে পেলেও লাইপজিগের কাছে হারতে হল রিয়েল মাদ্রিদকে। ৩–২ ব্যবধানে জিতেছে আরবি লাইপজিগ। ১৩ মিনিটে ইয়াস্কো ভার্দিয়োল এবং ১৮ মিনিটে ক্রিস্টোফার এনকুঙ্কুর গোলে এগিয়ে যায় লাইপজিগ। ৪৪ মিনিটে গোল করে রিয়ালকে লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু সেই প্রয়াসও ব্যর্থ হয়ে যায় ৮১ মিনিটে চেলসি থেকে বুন্দেশলিগায় ফেরা টিমো ওয়ের্নার। সংযুক্ত সময়ে (৯০+৪) পেনাল্টি থেকে গোল করেন রডরিগো। কিন্তু তাতে হার এড়ানো সম্ভব হয়নি। সালসবুর্গকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে চেলসি। বেনফিকার সঙ্গে লড়াই করেও ৩–৪ গোলে হেরেছে জুভেন্টাস।
❤ Support Us