Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১, ২০২২

সৌদিকে হারিয়েও শেষ ষোলোর টিকিট পেল না মেক্সিকো

আরম্ভ ওয়েব ডেস্ক
সৌদিকে হারিয়েও শেষ ষোলোর টিকিট পেল না মেক্সিকো

নক আউটে ওঠার সম্ভাবনা নিয়ে গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি সৌদি আরব ও মেক্সিকো। আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে অঘটন ঘটানো সৌদি আরব পুরো গ্রুপের চেহারাই পাল্টে দিয়েছিল। গ্রুপের শেষ ম্যাচের আগে দুই দলের সামনেই সমান সুযোগ ছিল পরের রাউন্ডে যাওয়ার। সৌদিকে ২–১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেল না মেক্সিকো। আর্ডেন্টিনার কাছে পোল্যান্ড হারলেও পোল্যান্ড ও মেক্সিকোর পয়েন্ট সমান হয়ে যায়। গোল পার্থক্যে নক আউটে পোল্যান্ড।
সারা ম্যাচ জুড়ে সৌদি আরবকে কোণঠাসা করে রেখে দুর্দান্ত ফুটবল খেলে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়েও যায় তারা। অন্য ম্যাচের ফলও পক্ষেই ছিল। দরকার ছিল আর একটি গোল। কিন্তু ম্যাচের শেষদিকে নিজেরাই গোল খেয়ে বসে মেক্সিকো। জিতেও একরাশ হতাশা যোগ হল মেক্সিকো শিবিরে।
লুসাইল স্টেডিয়ামে সৌদি আরব ও মেক্সিকো ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। ৩ মিনিটে প্রথম ভাল সুযোগ পায় মেক্সিকো। আলেক্সিস ভেগার সামনে একমাত্র বাধা ছিল গোলকিপার। এগিয়ে এসে তাঁর প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন মোহামেদ আল-ওয়াইস। ৩৫তম মিনিটে আরেকটি সুযোগ পায় মেক্সিকো। বক্সের ভেতর থেকে শট আটকারন সৌদি গোলকিপার।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে মেক্সিকো। ৪৭ মনিটে এগিয়েও যায়। স্যাভেজের কর্ণার মন্টেস হেডে ৬ গজ বক্সে নামিয়ে দিলে গোল করে যান মার্টিন। এগিয়ে গিয়ে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় মেক্সিকো। তাদের লক্ষ্য ছিল গোলসংখ্যা বাড়িয়ে রাখা। সেই লক্ষ্যে সফলও হয়। ৫২ মিনিটে দুরন্ত ফ্রিকিক থেকে ২–০ করেন স্যাভেজ। ৫৬ মিনটে সৌদি আরবের জালে বল পাঠিয়েছিলেন আলভারেজ। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়ে যায়।
দ্বিতীয় গোল হজম করার পর মরিয়া হয়ে ওঠে সৌদি আরব। কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। প্রতি আক্রমণে উঠে এসে ৬৬ মিনিটে ব্যবধান বানানোর সুযোগ এসে গিয়েছিল মেক্সিকোর সামনে। লোজানোর শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান সৌদি গোলকিপার আল ওয়াইস। সৌদির বিরুদ্ধে জিতলেই হবে না, গোল সংখ্যাও বাড়াতে হবে। এটা মাথায় রেখে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় মেক্সিকো। ৭০ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন লোজানো। মিনিট তিনেক পর স্যাভেজের একটা প্রয়াস দারুণ দক্ষতায় রুখে দেন আল ওয়াইস। ম্যাচের ইনজুরি সময়ে সৌদির হয়ে ব্যবধান কমান আল দাউসারি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!