- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২২
কাতারকে হারিয়ে শীর্ষে থেকেই শেষ ষোলোয় পৌঁছল নেদারল্যান্ড

গ্রুপ ‘এ’ থেকে কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় জায়গা পাকা করে নিল নেদারল্যান্ড । এদিন আল খোরের আল বায়াত স্টেডিয়ামে আয়োজক দেশ কাতারকে ২–০ ব্যবধানে হারিয়ে হারিয়ে দিল নেদারল্যান্ড। ২৬ মিনিটে কডি গাকপো প্রথমে গোল করে এগিয়ে দেন ডাচদের। ৪৯ মিনিটে ফ্র্যাঙ্ক ডি জং দ্বিতীয় গোল করেন। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থাকল নেদারল্যান্ড।
এদিন তিনবারের বিশ্বকাপ রানার্স নেদারল্যান্ড সুবিধাজনক জায়গায় থেকেই মাঠে নেমেছিল। কাতারের বিরুদ্ধে মাঠে নামার আগে ডাচদের ২ ম্যাচে পয়েন্ট ছিল ৪। কাতারের বিরুদ্ধে ড্র করলেই শেষ ১৬–র টিকিট নিশ্চিত হয়ে যেত নেদারল্যান্ডের। লুই ভ্যান গালের দল আয়োজক দেশকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই নক আউটে পৌঁছল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল কমলা ব্রিগেডের। মেমফিস ডিপে, ডাভি ক্লাসেন, কোডি গ্যাপকোরা বারবার হানা দিচ্ছিল কাতার রক্ষণ সীমানায়। ৪ মিনিটে মেমফিস ডিপের সামনে গোল করার মতো সুযোগ এসে গিয়েছিল। কিন্তু তিনি কাজে লাগাতে পারেননি। ১৪ মিনিটে ডিপে আরও একটা সুযোগ নষ্ট করেন। বক্সের মাথা থেকে নেওয়া তাঁর শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ১৯ মিনিটে ডিপের কর্ণার সুবিধাজনক জায়গায় পেয়েও বাইরে হেড করেন ক্লাসেন। অবশেষে ২৬ মিনিটে ডেডলক ভাঙেন কোডি গ্যাপকো। ক্লাসেনের কাছ থেকে বল পেয়ে বক্সের ডানদিকের কর্ণার থেকে জোরালো শটে দলকে এগিয়ে দেন। গ্রুপ লিগের তিনটি ম্যাচেই গোল করলেন এই ডাচ স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নেদারল্যান্ডের হয়ে দ্বিতীয় গোল করেন ফ্র্যাঙ্ক ডি জং। ৪৯ মিনিটে ক্লাসেনের সেন্টার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে শট নিয়েছিলেন মেমফিস ডিপে। তাঁর সেই শট রুখে দেন কাতার গোলকিপার বরশাম। ফিরতি বল যায় ডি জংয়ের কাছে। তিনি জালে পাঠাতে ভুল করেননি। ৬৮ মিনিটে জানসেন কাতারের জালে বল ঢুকিয়েছিলেন। কিন্তু রেফারি ভিএআর–এর সাহায্য নিয়ে সেই গোল বাতিল করে দেন। শেষ দিকে আক্রমণে চাপ বাড়ালেও আর ব্যবধান বাড়াতে পারেনি। আসলে গ্রুপ শীর্ষ নিশ্চিত হয়ে যাওয়ায় সেভাবে ঝাঁপিয়ে পড়েননি গ্যাপকোরা।
❤ Support Us