Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • ডিসেম্বর ১৯, ২০২২

বিশ্বকাপ জেতা ছাড়াও কাতারে একাধিক রেকর্ড মেসির

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বকাপ জেতা ছাড়াও কাতারে একাধিক রেকর্ড মেসির

১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার হাত ধরে শেষবার বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনার। পরের বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু রেফারির অবিচারের শিকার হয়ে টানা ২বার বিশ্বজয়ের রেকর্ড গনতে পারেননি দিয়োগো মারাদোনা। তারপর শুধুই ব্যর্থতা। অবশেষে লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের খরা কাটল আর্জেন্টিনার। জীবনের শেষ বিশ্বকাপে এসে ট্রফি জিতে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতা ছাড়াও একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন এই আর্জেন্টিনা তারকা। পেছনে ফেলে দিয়েছেন পেলে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, পাওলো মালদিনি, লোথার ম্যাথাউজের মতো কিংবদন্তিদের।
আসুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রেকর্ডের মালিক হয়েছেন লিওনেল মেসি
●‌ ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন নজির গড়ে ফেলেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েন তিনি। ভেঙে দেল জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউজের রেকর্ড। ম্যাথাউজ খেলেছিলেন ২৫ টি ম্যাচ। ২০০৬ সাল থেকে মোট ২৬টি ম্যাচ খেলেছেন মেসি।
●‌ বিশ্বকাপ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপপর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করার কৃতিত্ব গড়লেন মেসি।
●‌ বিশ্বকাপের মাঠে সবচেয়ে বেশি সময় থাকার রেকর্ড গড়েছেন মেসি। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল পর্যন্ত তিনি মাঠে ছিলেন ২,৩১৪ মিনিট। মেসি রেকর্ড গড়ায় দ্বিতীয় স্থানে চলে গেলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো মালদিনি। যিনি সব মিলিয়ে ২,২১৭ মিনিট মাঠে ছিলেন।
●‌ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। কাতার বিশ্বকাপের ৫ গোলসহ মোট ১৩টি গোল করেছেন তিনি। তাঁর পরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্ততা (১০), মারাদোনা (৮), গিলের্মো স্তাবিলে (৮), মারিও কেম্পেস (৬) এবং গনসালো হিগুয়েন (৫)।
●‌ পাঁচটি বিশ্বকাপে গোলে সহায়তা করা একমাত্র খেলোয়াড় এখন মেসি। গোল করা এবং করানো- দুই মিলিয়ে বিশ্বকাপে এগিয়ে ছিলেন পেলে। ২২টি গোল আর অ্যাসিস্ট ছিল ফুটবল সম্রাটের নামের পাশে। বিশ্বকাপ ফাইনালে দু’টি গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন মেসি। পেনাল্টি থেকে প্রথম গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে পেলেকে ছুঁয়ে ফেললেন পেলেকে।
●‌  ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টে প্রথম ফুটবলার হিসাবে দু’বার গোল্ডেন বল জিতলেন মেসি। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের শিরোপা পেয়েছিলেন ২০১৪ সালে। তবে সেবার বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছিল। আট বছর পরে আবার টুর্নামেন্টের সেরা মেসি।
●‌ বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের ব্যাপারে জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে স্পর্শ করলেন মেসি। বিশ্বকাপের মঞ্চে ১৭টি ম্যাচ জিতেছিলেন ক্লোজে। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে জয় তুলে নিয়ে তাঁর সেই কীর্তি ছুঁয়ে ফেললেন মেসি।
●‌ ৫টি বিশ্বকাপ খেলা ৬ ফুটবলারের মধ্যে একজন হলেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক ছাড়া এই কৃতিত্ব গড়েছেন তিন মেক্সিকার খেলোয়াড় আন্তোনিও কারবাহাল, আন্দ্রেস গুয়াদ্রাদো ও রাফা মার্কুয়েজ। অন্য দুজন হলেন জার্মানির লোথার ম্যাথাউস এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!