- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২১, ২০২২
বিশ্বকাপের স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ। চাপে ফিফা

রবিবার কাতারে শুরু হয়েছে ২০২২ বিশ্বকাপ। বিশ্বকাপ শুরুর আগেই স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ করে বিতর্কের মুখে পড়েছে ফিফা। ফিফার এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইংল্যান্ড সাপোর্টারস অ্যাসোসিয়েশন। তারা ফিফার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি।
কাতারে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। বিশ্বকাপ শুরুর আগেই সমর্থকদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। স্টেডিয়ামে বসে বিয়ার পান করতে পারবেন কিনা। প্রথমে সমর্থকদের আশ্বস্ত করেছিল ফুটবলের নিয়ামক সংস্থা। সেইমতো হসপিটালিটি বক্সের টিকিটও বিক্রি করা হয়েছিল। কিন্তু কাতারের রাজ পরিবারের শেখ তামিম বিন হামাদ আল-থানির চাপে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় ফিফা। টুর্নামেন্ট শুরুর আগের মুহূর্তে কাতারের আটটি বিশ্বকাপ স্টেডিয়ামের চারপাশে বিয়ার বিক্রি নিষিদ্ধ করেছে। তবে ফ্যান জোন ও ভিআইপি সুইট, ৩৫টি হোটেল ও বারে বিয়ার পাওয়া যাবে।
ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বলেছে যে বিশ্বকাপের আয়োজকদের সাথে আলোচনা করার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার একটা ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্রে অ্যালকোহল সেবন কঠোরভাবে নিষিদ্ধি। ফিফার এই সিদ্ধান্তের পেছনে কাতারের শাসক পরিবারের হস্তক্ষেপ রয়েছে। তাদের চাপেই ফিফা এই সিদ্ধান্ত নিয়েছে। ফিফার এই সিদ্ধান্তটি প্রধান পৃষ্ঠপোষক বিয়ার নির্মাতা এবি ইনবেভের সঙ্গে ফিফার চুক্তিকে প্রভাবিত করতে পারে।
ফিফার অন্যতম স্পনসর বিয়ার প্রস্তুতকারক সংস্থা বুডওয়েইজারের সঙ্গে ফিফার চুক্তি হয়েছিল, স্টেডিয়ামগুলিতে তারা বিয়ার বিক্রি করতে পারবে। সেই মতো তারা প্রস্তুতিও নিয়েছিল। কাতারের আটটি স্টেডিয়ামে এই সংস্থাটি এমনভাবে বিয়ার স্টলগুলি তৈরি করেছিল, যাতে সহজেই সকলের নজরে না আসে। কিন্তু কাতারে বিভিন্ন দিক থেকে চাপ আসতে শুরু করে। ১২ নভেম্বর কাতারের শাসক পরিবারের থেকে চাপ আসে স্টেডিয়ামে বিয়ার বিক্রি না করার জন্য। নানা দিক থেকে চাপ আসার ফলে শেষ পর্যন্ত স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ করল ফিফা।
ফিফার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে অন্যতম স্পনসর বাডওয়াইজার। কাতারে বিশ্বকাপের জন্য অফিসিয়াল ফ্যান জোন তৈরি হয়েছে। স্টেডিয়ামে বিয়ার পান নিষিদ্ধ হলেও সেখানে বিশ্বকাপ চলাকালীন ফুটবলপ্রেমীরা বিয়ারসহ অ্যালকোহল কিনতেই পারেন। তবে প্রকাশ্যে তা যান করা যাবে না। ফিফার একটি বিবৃতিতে বলা হয়েছে যে শুধুমাত্র ফ্যান জোনগুলিতে বিয়ারসহ অ্যালকোহল জাতীয় পানীয় পাওয়া যাবে।
ফিফা এক বিবৃতিযে জানিয়েছে, “কাতারের ফিফা বিশ্বকাপে স্টেডিয়াম এলাকা থেকে বিয়ার বিক্রয় পয়েন্টগুলি সরিয়ে দেওয়া হবে। স্টেডিয়ামে বিয়ার বিক্রি করা হবে না। ফ্যান জোনগুলিতে অবশ্য বিয়ারসহ অ্যালকোহল জাতীয় পানীয় পাওয়া যাবে।” নতুন পরিস্থিতিতে ফ্যানেদের কাছে সেরা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা ফিফার পক্ষ থেকে করা হচ্ছে।
ইংল্যান্ডের ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশন ফিফার এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, “ফিফার শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত সমর্থকদের প্রতি আয়োজক কমিটির কাছ থেকে যোগাযোগ এবং স্পষ্টতার সম্পূর্ণ অভাব স্পষ্ট করে তুলেছে। যদি তারা একটি শেষ মুহুর্তের নোটিশে এই বিষয়ে তাদের মন পরিবর্তন করতে পারে, তাহলে আবাসন, পরিবহন বা সাংস্কৃতিক সমস্যা সম্পর্কিত অন্যান্য প্রতিশ্রুতি পূরণ করবে কিনা সে বিষয়ে উদ্বেগে থাকবে সমর্থকরা।”
❤ Support Us