- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২১, ২০২৫
ভিনিসিয়াসের শেষ মুহুর্তের গোলে কলম্বিয়ার বিরুদ্ধে জয় তুলে নিল ব্রাজিল

২৬ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। দরিভালের দলের কাছে এই ম্যাচ একদিকে যেমন সম্মানের, তেমনি ২০২৬ বিশ্বকাপের যোগ্যত্যা অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিরুদ্ধে মাঠে নামার আগে এদিন কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। কলম্বিয়াকে হারিয়ে আর্জেটিনার বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল দরিভালের দল। ব্রাজিলের জয় ২–১ ব্যবধানে। শেষ মুহুর্তে গোল করে দলকে জেতালেন ভিনিসিয়াস জুনিয়র।
কলম্বিয়ার বিরুদ্ধে জয় কিন্তু সহজে আসেনি ব্রাজিলের। ৯০ মিনিট অতিক্রান্ত। তখন ম্যাচের ইনজুপরি সময়ের খেলা চলছে। ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামের দর্শকরাও জয়ের আশা ছেড়ে হতাশায় ভুগতে শুরু করেছেন। অনেকেই আসন ছেড়ে বাড়িমুখো হওয়ার তোড়জোড় করছেন। সেই সময়ই জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরি সময়ের একেবারে শেষ মুহুর্তে দুর্দান্ত শটে কাঁপিয়ে দেন কলম্বিয়ার জাল। নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচে জয় ব্রাজিলের।
ঘরের মাঠে এদিন প্রথম থেকেই ক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিট থেকে এমন ঝড় তুলেছিল, গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৪ মিনিটের মাথায় রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়াস। তাঁকে আটকাতে বক্সের মধ্যে ফাউল করে বসেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিতে কার্পন্য করেননি। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া।
শুরুতেই গোল পেয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেয় ব্রাজিল। ৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কাজে লাগাতে পারেননি ভিনিসিয়আস। প্রথম ২০ মিনিটে খুঁজেই পাওয়া যায়নি কলম্বিয়াকে। এরপর ধীরে ধীরে খেলায় ফেরে। ৪১ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে কলম্বিয়াকে সমতায় ফেরান লুইস দিয়াজ। প্রথমার্ধের বাকি সময় কোনও দলই আর গোল করতে পারেননি।
বিরতির পরও কলম্বিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে ব্রাজিল। শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। এরপর আক্রমণ, প্রতি–আক্রমণে খেলা দারুণ জমে ওঠে। দুই দলই বেশ কয়েকবার গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। অবশেষে ইনজুরি সময়ে ভিনিসিয়াসের গোলে বাজিমাত ব্রাজিলের। এই জয়ের ফলে বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল ব্রাজিল। ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ২১। আর ব্রাজিলের কাছে হেরে কলম্বিয়া নেমে গেল ৬ নম্বরে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৯।
❤ Support Us