- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৪, ২০২৩
বিশ্বের দরবারে তাক লাগিয়ে দিয়েছে রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়াম, পেল বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের স্বীকৃতি

বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের স্বীকৃতি পেয়েছে গুজরাটের আমেদাবাদের অটলবিহারী বাজপেয়ী ক্রিকেট স্টেডিয়াম। এবার আরও একটা স্বীকৃতি জুটল ভারতের। রৌরকেল্লার বিরসা মুণ্ডা স্টেডিয়ামকে বিশ্বের বৃহত্তম অল–সিটার ফিল্ড হকি স্টেডিয়ামের স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন। ওডিশা সরকারের নির্মিত এই স্টেডিয়ামকে ‘ওয়ার্ক অব আর্ট’ বলে অভিহিত করা হয়েছে।
২০২৩ হকি বিশ্বকাপের কথা মাথায় রেখে রৌরকেল্লায় এই নতুন স্টেডিয়াম তৈরি করেছে ওডিশা সরকার। ওডিশা সরকারের পক্ষ থেকে আগেই দাবি করা হয়েছিল, দর্শকাসনের দিক দিয়ে রৌরকেল্লার নবমির্মিত স্টেডিয়ামটিই বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম। অবশেষে তাদের দাবিকে মান্যতা দিল আন্তর্জাতিক হকি ফেডারেশন।
হকি বিশ্বকাপ আয়োজনের জন্য অত্যন্ত তৎপরতার সঙ্গে তৈরি করা হয়েছে বিরসা মুণ্ডা হকি স্টেডিয়াম। এটি তৈরি করতে সময় লেগেছে ১৫ মাস। রৌরকেল্লার কাছেই বিজু পট্টনায়ক ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে ৩৫ একর জমির ওপর স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। স্টেডিয়ামটি তৈরি করতে ২০০ কোটি টাকা খরচ হয়েছে। ৮০ কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ওয়ার্ল্ড কাপ ভিলেজও তৈরি করা হয়েছে স্টেডিয়াম চত্বরে। ২০০টির বেশি ঘর রয়েছে এই ভিলেজে। যেখানে ৮টি দল থাকতে পারবে।
এই ওয়ার্ল্ড কাপ ভিলেজে পাঁচ তারা হোটেলের মতো ব্যবস্থা রয়েছে। চলতি হকি বিশ্বকাপে এই ভিলেজে কর্মচারী দিয়ে সাহায্য করছে তাজ গ্রুপ। সাজঘর থেকে সরাসরি প্র্যাকটিস মাঠে যাওয়ার জন্য টানেল রয়েছে। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার, অত্যাধুনিক সুইমিং পুল। ওয়ার্ল্ড কাপ ভিলেজের ব্যবস্থাপনায় বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলি খুশি।
❤ Support Us