Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২৩, ২০২৪

শ্রীজেশের হাত ধরে হকি প্রো লিগে আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউটে হারাল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
শ্রীজেশের হাত ধরে হকি প্রো লিগে আর্জেন্টিনাকে পেনাল্টি শুট আউটে হারাল ভারত

হকির প্রো লিগে ইউরোপীয় পর্বের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল ভারত। কঠিন লড়াইয়ে আর্জেন্টার বিরুদ্ধে পেনাল্টি শুট আউটে ৫–৪ ব্যবধানে জিতেছে হরমনপ্রীত সিংরা। ম্যাচের নির্ধারিত সময়ে ফল ছিল ২–২। পেনাল্টি শুট আউটে গুরুত্বপূর্ণ সেভ করেন শ্রীজেশ।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ওপর আধিপত্য বিস্তার করতে থাকেন হরমনপ্রীতরা। ৬ মিনিটের মধ্যেই দু–দুটি সুযোগ তৈরি করে। কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। ১১ মিনিটে রাজকুমার পাল ডানদিক থেকে বল বাড়িয়েছিলেন। ডি বক্সের মধ্যে সেই বল ধরে জোরালো হিটে ভারতকে এগিয়ে দেন মনদীপ সিং।
দ্বিতীয় কোয়ার্টারে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৫ মিনিটের মধ্যে তিন–তিনটি পেনাল্টি কর্নার আদায় করে। প্রথম দুটি কাজে লাগাতে না পারলেও তৃতীয় পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান লুকাস মার্টিনেজ। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ৩টি পেনাল্টি কর্নার পায় ভারত। একটাও গোল আসেনি। ৫৫ মিনিটে জারমানপ্রীত সিং শুটিং সার্কেলের কাছে একটা এরিয়াল পাস নামিয়ে কাছের পোস্টে ললিত উপাধ্যায়কে দেন। ললিত গোল করতে ভুল করেনন। ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান টমাস ডেমেন।
পেনাল্টি শুট আউটে স্নায়ুচাপ ধরে রেখেছিল ভারত। ভারতের হয়ে ২টি করে গোল করেন হরমনপ্রীত সিং ও সুখজিৎ সিং। ১টি গোল করেন অভিষেক। গোলকিপার পিআর শ্রীজেশ একটা শট আটকে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। নির্ধারিত সময়ে ম্যাচ ২–২ হওয়ায় ভারত ও আর্জেন্টিনা ১ পয়েন্ট করে পেয়েছে। আর পেনাল্টি শুট আউটে জয়ের জন্য ১ পয়েন্ট বোনাস পেয়েছে ভারত। ৯ ম্যাচে ভারতের পয়েন্ট দাঁড়াল ১৭। আজ বেলজিয়ামের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!