শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
আইপিএল ফাইনালের দিনই চূড়ান্ত হয়ে যাবে এশিয়া কাপের ভবিষ্যত। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ।
রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল। ইতিমধ্যেই আইপিএল ফাইনাল দেখতে আসার জন্য শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেদিনই তিন দেশের বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এশিয়া কাপের জায়গা ও দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
এই ব্যাপারে সংবাদ সংস্থাকে জয় শা বলেন, ‘এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছি। তবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা আইপিএল ফাইনাল দেখতে আসছেন। আমরা আলোচনা করে এশিয়া কাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
পাকিস্তানের সংবাদমাধ্যম অবশ্য দাবি করেছে, পাকিস্তান বোর্ডের দেওয়া হাইব্রিড মডেল প্রস্তাব মেনেই এশিয়া কাপ হবে। অর্থাৎ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এবং আফগানিস্তান পাকিস্তানে চারটি প্রাথমিক ম্যাচ খেলবে এবং ভারত তার সব খেলা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। দুটি ভারত–পাকিস্তান দুবাইতে হবে। পাকিস্তান সংবাদ মাধ্যমের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ড হাইব্রিড মডেল মেনে নিয়েছে। যদিও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে পাকিস্তানের পাশেই রয়েছে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা দুটি দেশে এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব মেনে নিয়েছেন। দ্বিতীয় ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমীরশাহী ও শ্রীলঙ্কার মধ্যে একটাকে বাছা হবে। সংযুক্ত আরব আমিরশাহীর এক ক্রিকেট কর্তা আইপিএল চলাকালীন ভারতে এসে ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জয় শাহকে অনুরোধ করেছেন, তাঁদের দেশকেই বেছে নেওয়ার জন্য। যদিও অনেকে চাইছেন না এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহীতে হোক। কারণ সেপ্টেম্বরে ওখানে খুব গরম থাকে। অন্যদিকে, পাকিস্তান চাইছে সংযুক্ত আরব আমিরশাহীতেই হোক। ফলে পাকিস্তানের পাশাপাশি কোন দেশে এশিয়া কাপ হবে সেটাই রবিবার ঠিক হতে পারে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34