Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

“টাকা”-য় বৈদেশিক বাণিজ্যের প্রস্তাব।আলোচনায় ২২ দেশ, জানালেন অর্থমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
“টাকা”-য় বৈদেশিক বাণিজ্যের প্রস্তাব।আলোচনায় ২২ দেশ, জানালেন অর্থমন্ত্রী

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন,  প্রায় ২২টি দেশ “রুপি” অর্থাৎ ভারতীয় “টাকা”-য় ভারতের সঙ্গে  বাণিজ্য পরিচালনার সম্ভাবনা খুঁজতে নয়াদিল্লির সাথে দ্বিপাক্ষিক আলোচনা করছে।

একটি জাতীয় টেলিভিশিন চ্যানেলে দেওয়া এক সাক্ষাত্কারে সীতারামন বলেন, “এছাড়াও এই দেশগুলির অনেকেরই ডলার সংরক্ষণের ঘাটতি  রয়েছে, কিন্তু তবুও তাদের মৌলিক বাণিজ্য বন্ধ করা যাবে না। সুতরাং তারা ভারতীয় রুপিকে একটি স্থিতিশীল মুদ্রা হিসাবে দেখছে।”

অর্থমন্ত্রী এই বক্তব্যের সঙ্গে আরও বলেছেন, “ভারত উন্নয়নশীল বিশ্বের চাহিদাগুলি আরও ভালভাবে বোঝে এবং তাদের নেতৃত্বের লক্ষ্য বৈশ্বিক উন্নয়নমূলক এজেন্ডায় এই বিষয়গুলোকে নিয়ে আসা। তাদের লক্ষ্য উন্নয়ন অর্জন, তার জন্য তারা রুপির মাধ্যমে বাণিজ্যের বিষয়ে আমাদের সাথে আলোচনা সহজ  বলে মনে করে।”

এটি অবশ্যই উল্লেখ করা উচিত যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বজুড়ে ডি-ডলারাইজেশন প্রচেষ্টা গতি পেয়েছে। রাশিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্বব্যাপী দেশগুলো বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় পশ্চিমের একচেটিয়া আধিপত্যের কারণে নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

অর্থমন্ত্রী গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ঐতিহাসিক জি-২০ শীর্ষ সম্মেলনকে সফল বলে প্রশংসা করে বলেন, “জি-২০ শীর্ষ সম্মেলন  বহুপাক্ষিকতার জন্য আশা জাগিয়েছে। ভারতী এই বিষয়ে যে পরিপক্কতার সাথে বিভিন্ন পর্যায়ে জি-২০ পরিচালনা করেছে তা এই শীর্ষ সম্মেলনকে ঐতিহাসিক করে তুলেছে।”

অর্থমন্ত্রী বলেন,  “মহিলাদের নিয়ে গঠিত দলটি একটি অত্যন্ত ভালো ভাবে কাজ করেছে। সম্মেলনে আগত দেশগুলির মধ্যে সহযোগিতার মনোভাব ছিল। আমরা যে মনোভাব নিয়ে কাজ করেছি তা বহুপাক্ষিকতার ক্ষেত্রে আশার সঞ্চার ঘটিয়েছে।”

চলতি বছরের মার্চের শুরুতে, ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর জানিয়েছে যে অন্তত ১৮টি দেশ ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য রুপি-র মাধ্যমে করার বিষয়টি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, জার্মানি, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কেনিয়া এবং আরও অনেকের মতো ১৮টি দেশকে রুপিতে দ্বিপাক্ষিক বাণিজ্য পরিচালনা করার অনুমতি দিয়েছে। প্রকৃতপক্ষে, ভারত ইতিমধ্যেই নেপাল এবং ভুটানের মতো অনেক প্রতিবেশী দেশের সাথে রুপিতে বাণিজ্য শুরু করেছে। ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল আগস্টে সংসদে বলেছিলেন যে ভারত-নেপাল বাণিজ্যের একটি উল্লেখযোগ্য অংশ ভারতীয় রুপিতে করা হচ্ছে। এছাড়াও, ভুটানের সাথে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্যও শুধুমাত্র রুপিতে পরিচালিত হয়েছিল।

ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল সংসদে একটি লিখিত উত্তরে জানিয়েছিলেন, “রাশিয়ার সাথে জাতীয় মুদ্রায় বাণিজ্যের সুবিধার্থে রুপি বাণিজ্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। ২ জুলাই পর্যন্ত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৪ টি ভারতীয় বাণিজ্যিক ব্যাঙ্কে Special Rupee Vostro Account বা SRVA খোলার জন্য বিভিন্ন রাশিয়ান ব্যাঙ্ক থেকে ৩৪ টি আবেদন অনুমোদন দিয়েছে।”


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!