Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৭, ২০২৪

ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড স্পর্শ, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল নিউজিল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
ফিন অ্যালেনের বিশ্বরেকর্ড স্পর্শ, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল নিউজিল্যান্ড

২ ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। তৃতীয় টি২০ ম্যাচে পাকিস্তানকে হারাল ৪৫ রানে। শাহিন আফ্রিদি, হ্যারিস রউফদের ওপর রীতিমতো রোলার চালালেন ফিল অ্যালেন। ৬২ বলে ১৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন এই কিউয়ি ওপেনার। শুধু দুর্দান্ত সেঞ্চুরিই নয়, টি২০ ক্রিকেটে একম্যাচে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও স্পর্শ করলেন।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এতদিন এককভাবে ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রান করার পথে ১৬টি ছক্কা মেরেছিলেন। এদিন পাকিস্তানের বিরুদ্ধে ৬২ বলে ১৩৭ রান করার পথে ফিল অ্যালেনও ১৬টি ছক্কা মেরেছেন। বাউন্ডারি মেরেছেন মাত্র ৪টি। অ্যালেনের তিনটি ৬ স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। বল খুঁজে পাওয়া যায়নি। ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ফিল অ্যালেন। তাঁর ১৩৭ রান টি–টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান। এর আগে সর্বোচ্চ রান ছিল ব্রেন্ডন ম্যাকালামের ১২৩।
এদিন প্রথমে ব্যাট করে পাকিস্তানের বিরুদ্ধে ২০ ওভারে ২২৪/‌৭ রান তোলে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ২৩ বলে করেন ৩১। গ্লেন ফিলিপ করেন ১৯। বাকি ব্যাটাররা রান পাননি। পাকিস্তানের হ্যারিস রউফ ৬০ রানে ২ উইকেট নেন। শাহিন আফ্রিদি, জামান খান, মহম্মদ নওয়াজ ও মহম্মদ ওয়াসিম জুনিয়র ১টি করে উইকেট নেন।
বিশাল রান তাড়া করতে গেলে শুরু থেকেই ঝড় তুলতে হত পাকিস্তান ব্যাটারদের। তাঁরা সেটা করতে পারেননি। ১৩ বলে ১০ রান করে আউট হন সাইম আয়ুব। মহম্মদ রিজওয়ান ও বাবর আজম জুটিও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেনি। ২৮ বলে জুটিতে ওঠে ৩৯ রান। ২০ বলে ২৪ রান করে আউট হন রিজওয়ান। ফখর জামান (‌১০ বলে ১৯)‌, আজম খান (‌৭ বলে ১০)‌, ইফতিখার আমেদরা (‌১)‌ রান পাননি। ৩৭ বলে ৫৭ রান করে আউট হন বাবর আজম। ১৫ বলে ২৮ রান করেন মহম্মদ নওয়াজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান তোলে পাকিস্তান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!