Advertisement
  • Uncategorized এই মুহূর্তে
  • মে ৭, ২০২২

জামশেদপুরের টাটা স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম ৩ শ্রমিক

গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আতঙ্কিত কর্মচারিরা।

আরম্ভ ওয়েব ডেস্ক
জামশেদপুরের টাটা স্টিল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, জখম ৩ শ্রমিক

জামশেদপুরের টাটা স্টিল প্ল্যান্টে বিধ্বংসী আগুন। শনিবার সকালে আচমকাই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায় কারখানার ভেতর থেকে। তারপরই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে দেখেন প্রত্যক্ষদর্শীরা। দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। এদিকে ঘটনার সময় প্ল্যান্টের ভেতরেই ছিলেন একাধিক শ্রমিক। আগুনে ঝলসে একাধিক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনজনকে জামশেদপুরের ওই প্ল্যান্টেরই নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার জেরে যারা ভেতরেই আটকে পড়েছিলেন, তাদের নিরপদে বের করে আনার চেষ্টা চলছে। গোটা ঘটনায় কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন কর্মচারিরা।

দিকে আগুন লাগার ঘটনা নিয়ে বিবৃতি জারি করেছে টাটা সংস্থার তরফে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রথম কর্মচারিরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পায়। সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ওই বিস্ফোরণ ঘটেছিল। জামশেদপুরের কোক প্ল্যান্টের ৬ নম্বর ব্যাটারিতে বিস্ফোরণ হয়। সেখান থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। বর্তমানে সেই ব্যাটারিটি আর কাজ করছে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!