- দে । শ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩
নিউটাউনে আগুনে পুড়ে ভস্মীভূত ১৫ দোকান। হাইটেনশন তার ছিঁড়ে অগ্নিসংযোগ, প্রাথমিক অনুমান দমকল কর্মীদের

শনিবার ভোররাতের নিস্তব্ধতা খান খান করে সিলিণ্ডার ফেটে ওঠার বিকট শব্দে নিদ্রাভঙ্গ হয় নিউটাউন বাসীর। তন্দ্রাচ্ছন্ন অবস্থা কাটিয়ে বাইরে বেরিয়ে এসে দেখেন আগুনের লেলিহান শিখা। স্থানীয় বহুতল আবাসন সংলগ্ন দুটি দোকানে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে। ঘটনায় হতাহতের খবর আপাতত নেই। দুর্ঘটনায় ১৫ টি দোকান সম্পূর্নভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। শীঘ্রই খবর দেওয়া হয়, দোকানের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের।
শনিবার ভোররাতে নিউটাউনের শাপুরজি আবাসনের সামনের দুটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় সূত্রে খবর, ঠিক রাত তিনটের সময় গ্যাস সিলিণ্ডার ফাটার শব্দ শুনতে পেয়ে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে আসেন সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে দুটি দোকানে আগুন লাগে, পরে আশেপাশের আরো কয়েকটি দোকানে তা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে দমকলবাহিনীকে খবর দেন এলাকাবাসীরা। সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকায় আরও চারটি ইঞ্জিন আনা হয়। দীর্ঘ ৪ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। প্রাথমিকভাবে দমকল কর্মীদের ধারণা, দোকানগুলোর ওপরে থাকা হাইটেনশন তার ছিঁড়ে পড়ে গিয়েই এ অগ্নিসংযোগ ঘটেছে।
❤ Support Us