Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৩০, ২০২৪

মধ্যমগ্রামের রাসায়নিক কারখানায় আগুন । অগ্নিদগ্ধ বহু শ্রমিক, নিহত এক

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যমগ্রামের রাসায়নিক কারখানায় আগুন । অগ্নিদগ্ধ বহু শ্রমিক, নিহত এক

মধ্যমগ্রামের বাদু এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড । একটি রাসায়নিক কারখানায় কর্মরত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন এক শ্রমিক । বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন।

দত্তপুকুর থানার অন্তর্গত এই কারখানায় আগুন লাগে বুধবার দুপুরে । দাহ্য পদার্থে ভর্তি কারখানায় দ্রুত আগুন ছড়িয়ে যায় । দুপুর ১টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শুনতে পায় স্থানীয় মানু,জন । এরপরই এই কারখানার গোডাউনে আগুন দেখতে পাওয়া যা‌য় । সেই সময় সেখানে কাজ করছিলেন বহু শ্রমিক । আগুনের লেনীহান শিখায় ঝলসে যান অনেকেই । ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয় দমকলবাহিনী ।

পুলিশ সূত্রে খবর, যিনি মারা গিয়েছেন তাঁর নাম বিশ্বনাথ । এছাড়াও বিধ্বংসী আগুনে ঝলসে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও তিনজন । আহতদের নাম শের আলী, কুলদীপ সিং, জয়দেব কর্মকার ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!