Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৬, ২০২৪

ধন্যকুড়িয়া হেরিটেজ স্থাপত্যে আগুন

আরম্ভ ওয়েব ডেস্ক
ধন্যকুড়িয়া হেরিটেজ স্থাপত্যে আগুন

হেরিটেজ স্থাপত্য উত্তর ২৪ পরগনার ধান্যকুড়িয়ার গাইন গার্ডেনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বড় ক্ষতি থেকে রেহাই পেল হেরিটেজ তালিকায় স্থান করে নেওয়া ধান্যকুড়িয়ার অসাধারণ স্থাপত্য শৈলি। এলাকার মানুষ আগুন দেখেই দমকলের অপেক্ষা না করে বালতি, ড্রাম হাতের কাছে যে যা পাত্র পেয়েছেন তাতে করে জল দিয়ে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। পরে দেগঙ্গা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষনের চেষ্টায় আগুন আয়ত্বে আনে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ । প্রায় ১২৫ বছরের পুরানো প্যালেস ধান্যকুড়িয়া গাইন গার্ডেন। বাড়িটিতে একটি মহিলাদের আবাসিক হোম ছিল এক সময়। এখন সেটি পরিত্যক্ত। সম্প্রতি হেরিটেজ তকমা পেয়েছে বাড়িটি। বাড়িটিতে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। সেখানে কী করে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলকর্মীরা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ধান্যকুড়িয়ায় টাকি রোডের ধারে পাঁচিল ঘেরা বিশাল সুদৃশ্য বাড়িটি ছিল ধান্যকুড়িয়া গাইন জমিদারদের বাগানবাড়ি । আনুমানিক ১২৫ বছর আগে তৎকালীন জমিদার মহেন্দ্রনাথ গাইন এই বাগান বাড়ি তৈরি করেন । ইংরেজ সাহেবদের আপ্যায়নের কারণেই সুদৃশ্য বাড়িটি তৈরি করা হয়েছিল । ধান্যকুড়িয়া গাইন গার্ডেনের মধ্যে অবস্থিত ইন্দো ইউরোপিয়ান স্থাপত্যের মেলবন্ধনে তৈরি বাড়িটি সংস্কারের অভাবে পলেস্তারা খসে ‌পড়েছে। আগাছা গজিয়েছে বাড়িটির ছাদে , দেওয়ালে। তবে এখনো মাথা তুলে দাঁড়িয়ে জানান দিচ্ছে এক সময়ে জমিদারদের বৈভব, প্রভাব–‌প্রতিপত্তি । সম্প্রতি বাড়িটি হেরিটজ ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বাড়িটির দোতলায় আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে এলাকার বাসিন্দা , দোকানদাররা গিয়ে বালতি করে জল দিয়ে আগুন নেভাতে লেগে যান। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে । কিছুক্ষনের মধ্যে দেগঙ্গা থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে । ততক্ষনে ঘরের ভিতরে থাকা বেশ কিছু আসবাব পুড়ে ছাই হয়ে গিয়েছে । বেশ কয়েক বছর পরিত্যক্ত অবস্থায় থাকা বাড়িটিতে কিভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল কর্মীরা। বিষয়টি নিয়ে দেগঙ্গা দমকল কেন্দ্রের আধিকারিক রাজু দাস বলেন, কিছুক্ষনের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। এলাকার বাসিন্দারা আমাদের সাহায্য করেছে আগুন নেভাতে। বাড়িটির ভিতরে থাকা কিছু আসবাব পুড়ে গিয়েছে। বাড়িটিতে কোন বিদ্যুৎ সংযোগ ছিলনা। কীভাবে আগুন সেটাই তদন্তের বিষয়। তবে এলাকার মানুষের দাবি, বাড়িটিতে দুস্কৃতী ও নেশাখোরদের আনাগোনা ছিল। এটা তাদের কোন অপকর্মে হতে পারে। আবার দীপাবলির ফানুষ থেকেও আগুন লাগতে পারে। তবে বাড়িটি যখন হেরিটেজ তকমা পেয়েছে এর ওপর নজরদারি এবং যথাযথ রক্ষনাবেক্ষন দরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!