Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৫, ২০২৫

বিজিবিএস-এর প্রথম দিনেই বিপত্তি। কলকাতা বিমান বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজিবিএস-এর প্রথম দিনেই বিপত্তি। কলকাতা বিমান বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড

কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। বুধবার সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

বুধবার বেলার দিকে কলকাতা বিমানবন্দরে হঠাৎ আগুন লাগে। এই সময় বেঙ্গল সামিটের যোগ দিতে একের পর এক শিল্পপতিরা নামছেন কলকাতা বিমানবন্দরে। ভিআইপি-দের সেই ভিড়ের মাঝেই হঠাৎ আগুনের লেলিলান শিখা ঝলসে উঠল। জানা গিয়েছে, এদিন দুপুরে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে আচমকাই আগুন লেগে যায়। ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ফুলকি থেকে আগুন ছিটকে লাগে ফ্লেক্সে। তাতেই আগুন ধরে যায়। ঘটনার প্রকাশ্যে আসতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন। ভিআইপি থেকে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। আজ থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বহু শিল্পপতি ইতিমধ্যেই বাংলায় পৌঁছেছেন। এখনো অনেকে আসছেন।

এয়ারপোর্ট সূত্রের খবর, আগুন লাগে কনভেয়ার বেল্টের কাছে। ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন ফুলকি থেকে ফ্লেক্সে আগুন ধরে যায়। আগুনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দরে। খবর দেওয়া হয় দমকলকে। তবে দমকলের ইঞ্জিন আসার আগেই বিমানবন্দরের কর্মীদের তৎপরতায় আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে।

কলকাতায় যেদিন বাণিজ্য সম্মেলনের শুরুয়াত, দেশ-বিদেশ থেকে শিল্পপতি ও রাষ্ট্র প্রতিনিধিরা আসছেন, সেদিন এমন আগুন লাগায়, স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। তবে এতে বিমানের ওঠানামায় সমস্যা হয়নি। সূত্রের খবর, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল । কনভেয়ার বেল্টে আগুন কীভাবে লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতা বিমানবন্দরে আগুন আতঙ্ক নিকট অতীতে ঘটেনি। মাস চারেক আগে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায় । তার জেরে সন্ধে ৬ থেকে বন্ধ রাখা হয় কলকাতা বিমানবন্দর।

উল্লেখ্য, বুধবার থেকে শুরু হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫,০০০ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন এই সম্মেলনে। তাঁদের মধ্যে রয়েছেন ২৫ জন রাষ্ট্রদূত। এক বছর পর বিধানসভা নির্বাচন। তার আগে এই সম্মেলনের সাফল্যই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের নির্বাচনী হাতিয়ার। তাঁর কথায়, “এটা খুব ইউনিক যে এত দেশ অংশ নিতে এসেছে। আমি মানুষের চোখ দিয়ে সব কিছু দেখি। সম্মেলন কত বড় হবে মানুষ বলবে। সবাইকে বাংলায় স্বাগত।”অতিথি আগমনের মাঝে বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে পড়েছিল। তবে আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!