Advertisement
  • দে । শ
  • মে ৪, ২০২৪

বসিরহাট লোকসভা আসনের প্রার্থী হাজি নুরুলের প্রচারে ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

আরম্ভ ওয়েব ডেস্ক
বসিরহাট লোকসভা আসনের প্রার্থী হাজি নুরুলের প্রচারে ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী

‘‌বাংলার মা বোনেদের জন্য যে কাজ মমতা ব্যানার্জি  করেছেন দেশের আর কোন নেতা নেত্রী তা ভাবতেও পারেন না। সুতরাং বাংলার মহিলারা দিদির পাশেই আছেন।’‌ বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল  প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে মিনাখাঁ বিধানসভা এলাকার পিপুলদহ গ্রামে প্রচারে এসে একথা বলেন প্রিয়দর্শিনী হাকিম। দু’‌ দফার ভোটে বাংলায় বিজেপি ঝুলিতে কোন আসন যাবে না। তৃণমূল তথা মমতা ব্যানার্জির প্রতি মানুষ আস্থা রেখেছেন। এমনই দাবি করলেন, ফিরহাদ কন্যা তথা  রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা প্রিয়দর্শিনী হাকিম। এদিন এলাকার বাড়ি বাড়ি প্রচার কর্মসূচির পাশাপাশি মসজিদ–‌মন্দিরে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। প্রিয়দর্শিনীর এদিন ভিড় উপচে পড়েছিল।

প্রিয়দর্শিনী হাকিম বলেন, ‘‌বাংলার ৪২ টি আসনেই  বিভেদকামী শক্তি বিজেপিকে হারাতে মা মাটি মানুষের দল মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। একমাত্র মমতা ব্যানার্জি পারেন বিজেপিকে রুখতে। সেটা বুঝেই বাংলার প্রতি নরেন্দ্র মোদি নেতৃত্বে কেন্দ্র সরকারে এত বিমাতৃসুলভ আচরণ।’‌  তিনি বলেন, ‘‌বাংলায় যে ঐক্য, সংহতি , সম্প্রীতি ধরে রাখতে  এবারে বিজেপি কে পরাস্ত করতে হবে। দিদির হাতেই দেশ সুরক্ষিত থাকবে।’‌  প্রিয়দর্শিনী বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের যে ভাবে স্বনির্ভর করে আত্মমর্যাদা প্রতিষ্ঠা করেছেন সেজন্য মা বোনেদের এগিয়ে আসতে হবে। তাঁর জনমুখী কর্মসূচি আরো বেশি বিস্তার লাভের লক্ষ্যে  কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বসিরহাটের তৃণমূল  প্রার্থী হাজি নুরুল ইসলামকে জিতিয়ে  দিল্লির দরবারে মোদির চোখে চোখ রেখে কথা বলার জন্য মমতার সৈনিকদের পাঠাতে হবে। প্রিয়দর্শিনীর সঙ্গে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ, মিনাখাঁ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আইয়ুব গাজি, অঞ্চল তৃণমূল  সভাপতি নিজাম আলি প্রমুখ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!