- দে । শ
- নভেম্বর ৬, ২০২৪
হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউলের প্রচারে মন্ত্রী ফিরহাদ, সুজিত

হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের সমর্থনে জনসভা করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্যের আরেক মন্ত্রী সুজিত বসু। সভার ভিড় মাঠ ছাপিয়ে রাস্তা ভরে গিয়েছিল। প্রধান বক্তা ফিরহাদ হাকিম বলেন, ‘আমাদের লড়াই ভারতবর্ষ থেকে বিজেপি–কে তাড়ানোর লড়াই। নরেন্দ্র মোদি, অমিত শাহদের তাড়ানোর লড়াই। তাই উপনির্বাচনে তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির বিরুদ্ধে ভোট।’ ফিরহাদ বলেন, ‘হাড়োয়ায় রবিউল জিতবেন এ বিষয়ে সংশয় নেই। সারা দেশ এই উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে।’ তিনি বলনে, যেভাবে একের পর এক তৃণমূল নেত্রীকে অসম্মান করা হয়েছে তার জবাব দেবে হাড়োয়া। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালি, সন্দেশখালি করেছে বিজেপি। কোথায় বিজেপি এখন তো আর সন্দেশখালির কথা বলেনা। তিনি বলেন, বিজেপি বসিরহাটে লোকসভায় হেরে গিয়ে আবার মামলা করেছে। বিজেপি মামলা করতে জানে, মানুষের পাশে থাকতে জানে না।’ ফিরহাদ বলেন, শুনলাম আইএসএফ হাড়োয়াতে প্রার্থী দিয়েছে। তাকে সমর্থন করছে সিপিএম। সিপিএমের নিজের পায়ে আর জোর নেই, কখনও কংগ্রেসকে ধরে, কখনও আইএসএফকে ধরে। সিপিএমও ধর্মীয় রাজনীতি করে। এরা তৃণমূলের ভোট কেটে বিজেপির সুবিধে করে দিচ্ছে।’ আইএসএফ সিপিএম, লেজু কংগ্রেস মিরজাফরের দল। জলের কুঁজোর সঙ্গে তুলনা করে ফিরহাদ বলেন , বিজেপি চিৎ হয়ে শুতে চাইছে। ওরা নাকি বাংলা দখল করবে!’ তিনি বলেন, ‘বাংলা মাথা নত করতে জানেনা। সভার শুরুতে সুজিত বসু বলেন, বিজেপি বিভাজনের দল। বাংলাকে ভাতে মারতে চাইছে। সাম্প্রদায়িক বিজেপিকে বাংলায় এক ইঞ্চি জায়গা দেবেন না।’ সুজিত বলেন, ‘বিজেপি বড়লোকদের দল। ওরা গবিবের কথা ভাবেনা। তৃণমূল গরিবের মধ্যবিত্তের কথা ভাবে। মমতা ব্যানার্জি গরিব মানু্যের দল। আমরা তাঁর ক্যাবিনেটে আছি। দিদি সবসময় সাধারণ গরিব মানু্যের কথা ভাবেন।’ সুজিত বলেন, সিপিএমের নিজের পায়ে জোর নেই। আইএসএফকে ‘তা’ দিচ্ছে। কিছু সুবিধা করতে পারবে না। ‘শূন্য’ শূন্যই থাকবে। ওরা একসঙ্গে রাজ্যকে অসুবিধায় ফেলতে চাইছে।’ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি, যুব সভাপতি শমীক রায় অধিকারি, আইএনটিটিইউসির জেলা সভাপতি কৌশিক দত্ত, তৃণমূল কিষান খেত মজজুর কমিটির সভাপতি তরিকুল আলম বাপি, মহিলা তৃণমূল কংগ্রেসের শুভ্রা ঘোষ বসু প্রমুখ।
❤ Support Us