- এই মুহূর্তে
- জানুয়ারি ২৮, ২০২২
সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণের ঘোষণা ফিরহাদের

প্রয়াত প্রাক্তন মেয়র তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে একাধিক পরিকল্পনা গ্রহণ করলেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম । শুক্রবার টাউন হলে পুরসভার প্রশাসনিক বৈঠক চলাকালীন ফিরহাদ বলেছেন—বালিগঞ্জের একটি রাস্তা হবে সুব্রত মুখোপাধ্যায়ের নামে। এছাড়া তাঁর নামে একটি সংগ্রহশালা তৈরি করার জন্য জমি খোঁজার কাজ চলছে ।
এর আগে সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁর স্মৃতিবিজড়িত একডালিয়া এভারগ্রিনের ভবনটিকে ‘সুব্রত ভবন’ নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্লাব কর্তারা। নভেম্বরে তাঁর মৃত্যুর পরপরই একডালিয়া এভারগ্রিনের অনুরাগী ও সংঘের সদস্যরা জানিয়েছিলেন, ‘ছন্দবাণী বউদির সম্মতি নিয়েই ক্লাব ভবনের নাম বদল হবে। সরকার ও পুরসভার অনুমতি নিয়ে দাদার মূর্তিটাও বসানো হবে।’ এবার তাঁর নামে হবে সংগ্রহশালা এবং রাস্তাও।
❤ Support Us