- এই মুহূর্তে দে । শ
- মে ১৬, ২০২৪
সন্দেশ নিয়ে ফাঁপড়ে, কেস ঘোরানোর চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রে ওদের বদল হবেই, বার্তা ফিরহাদের

আট মন তেল পুড়বেনা রাধাও নাচবে না। বাংলায় বিজেপি আসবে না। মোদি সরকার বদল হবে’, বললেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম। এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাসনাবাদের ভবানীপুর মডেল বাজারে জনসভা করেন ফিরহাদ । সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি এখন ফাঁপড়ে পড়েছে। যে করে হোক বিজেপি এই ‘কেস’ ঘোরানোর চেষ্টা করছে। পুলিশকে অনুরোধ করব সঠিক অভিযোগ নিয়ে, নিরপেক্ষ তদন্ত করতে।’ ফিরহাদ বলেন, ‘যদি অন্যায় কেউ করে থাকে তাকে গ্রেপ্তার করে সাজা দেওয়াটা আদালতের কাজ, আর মিথ্যা অভিযোগ করাও আইনত অন্যায় সেটাও সাজা দেওয়া কোর্টের কাজ। সন্দেশখালি কান্ডে প্রকাশ্যে আসা ভিডিও নিয়ে ববি হাকিম বলেন, ভিডিওটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হোক। তিনি বলেন, ‘চ্যালেঞ্জ করছি, যদি ফরেন্সিক ল্যাবরেটরি বলে ভিডিওটা ভুয়ো, আমরা ভিডিওটা প্রকাশ করেছি আমাদের যা সাজা দেবে নেব। কিন্তু যদি বলে ভিডিওটা সত্যি, তাহলে ভিডিওতে যার যার নাম পাওয়া গেছে তাদেরকে হেফাজতে নিয়ে বিচার করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা বাংলার সন্তান, আমরা দেবীকে মা রূপে প্রণাম করা হয়। প্রত্যেকটা মায়ের রূপকে আমরা সম্মান করি। কিন্তু মায়েদের ইজ্জত নিয়ে খেলা করে অন্যায় করেছে বিজেপি।’ ফিরহাদ বলেন, ‘বিজেপি বাংলার সংস্কৃতিকে তুমি অপমান করেছো। তোমাকে বাংলার মানুষ ক্ষমা করবে না। বিজেপি সন্দেশখালি নিয়ে নাটক করে প্রধানমন্ত্রী চোখের জল ফেলছেন । যত কুমিরের কান্না বাংলায় এসে কাঁদছেন নরেন্দ্র মোদি। আপনাকে বাংলার মা বোনেরা একটা ভোট দেবেনা।’ মালা রায় ও বসিরাহাটের প্রার্থী হাজি নুরুলের মনোনয়ন পত্রের বৈধতা নিয়ে বিজেপি নির্বাচন কমিশনে নালিশ জানানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ওটা বিজেপির নাটক। বিজেপি একটা অর্ধ শিক্ষিত, অশিক্ষিত , বর্বর দল। ওদের একটা প্রার্থী এরকম হয়েছে বলে ওরা ওপর থেকে এখানকার নেতারা ধাতানি খেয়েছে । তাই ভুলভাল বকছে। নির্বাচন কমিশন বলে দিয়ে এসব হয় না। মালা রায়, হাজি নুরুলের ‘নো ডিউস’ সার্টিফিকেট দরকার হয়না। ববি হাকিম বলেন, এই ভোট হচ্ছে মোদি বদলের ভোট। তিনি বলেন, ‘জোড়া ফুলে এবার ভারতবর্ষে সত্যিকারের প্রশাসন আসছে।’ তিনি বলেন, ‘সিএএ হচ্ছে লেবেঞ্চুস। সিএএ লজেন্স খাওয়াচ্ছেন । বাংলার মানুষ সিএএ লজেন্স খাবেনা না। আমরা সিএএ কেন চালু করব। মমতা ব্যানার্জি , অভিষেক ব্যানার্জি বাংলা থেকে যাবে না। আট মন তেল পুড়বেনা রাধাও নাচবে না। বাংলায় বিজেপি আসবে না।’ এদিন জনসভায় উপস্থিত ছিলনে, প্রার্থী হাজি নুরুল ইসলাম, ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম, বিধায়ক দেবেশ মন্ডল, ডাঃ সপ্তর্ষি ব্যানার্জি, রফিকুল ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ প্রমুখ।
❤ Support Us