Advertisement
  • বৈষয়িক
  • মার্চ ১০, ২০২৩

রাজার হাটে নতুন শিল্প নগরী গড়ার প্রস্তাব পেশ বিধানসভায়। শিবপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের সহয়তায় তৈরি খসড়া পরিকল্পনা

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজার হাটে নতুন শিল্প নগরী গড়ার প্রস্তাব পেশ বিধানসভায়। শিবপুর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটের সহয়তায় তৈরি খসড়া পরিকল্পনা

নিউটাউন-রাজার হাটে নতুন শিল্প নগরী সেক্টর-সিক্স গড়ে তুলতে চায় রাজ্য সরকার। বৃহস্পতিবার নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিধানসভায় এ ব্যাপারে আলোচনার জন্য বিধানসভায় প্রস্তাব পেশ করেন। তিনি বলেন,  সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধার বন্দোবস্ত এই উপনগরীতে থাকবে। তাঁর দাবি, উন্নত প্রযুক্তির সাহায্যে পরিবেশের ভারসাম্যকে বিঘ্নিত না করেই নগর পরিকল্পনা করা হয়েছে। এ বছরের  শেষেই শুরু হতে পারে শিল্প নগরী নির্মাণের কাজ। 

প্রস্তাবিত শিল্পনগরীর পরিকল্পনার দায়িত্বে রয়েছে শিবপুর, ইণ্ডিয়ান ইনষ্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি বা আইআইইএস।  ফিরহাদ জানিয়েছেন,  খসড়া পরিকল্পনা  প্রস্তুত হয়ে গেছে। তাঁদের লক্ষ্য হল,  শহরের সব বাড়িতে মাটির তলার জল ব্যবহার না করে ভুপৃষ্ঠের পানীয় জল পৌঁছে দেওয়া । এক্ষেত্রে আনুমানিক ৭১২০ কোটি টাকা খরচ হবে।  নগরোন্নয়ন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, বসিরহাটের জলাশয়গুলো থেকে জল সরবরাহের ব্যবস্থা  করা হবে। 

শহরের পয়ঃপ্রনালী ও বর্জ্য পদার্থ নিষ্কাশনের জন্য একসঙ্গে কাজ করবে নগোরোন্নয়ন ও পূর্ত দফতর। দুই দফতরের যৌথ উদ্যোগে উদ্ভাবিত মিশন নির্মল বাংলা ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। কঠিন ও তরল বর্জ্যের পৃথকীকরণ, নিজ হস্তে জঞ্জাল অপসারনের  দূরীকরণের কর্মসূচি এর অন্তর্ভূক্ত। প্রস্তাবিত নতুন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব রকম ভাবে সচেষ্ট রাজ্য সরকার। আশা করা যায়, রাজারহাট নিউটাউন শিল্পনগরী মন্ত্রীর দাবি অনুসারে  প্রকৃত অর্থে বিশ্বমানের হয়ে উঠবে। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!