Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৭, ২০২৩

বয়স নয়, নির্বাচনে প্রার্থীর গ্রহণযোগ্যতাই গুরুত্বপূর্ণ ।দলের নবীন-প্রবীণ তত্ত্বে মন্তব্য ফিরহাদের

আরম্ভ ওয়েব ডেস্ক
বয়স নয়, নির্বাচনে প্রার্থীর গ্রহণযোগ্যতাই গুরুত্বপূর্ণ ।দলের নবীন-প্রবীণ তত্ত্বে মন্তব্য ফিরহাদের

তৃণমূলের নবীন-প্রবীণ বিতর্কে নিজেকে মধ্য বয়সী বলে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।   বেশ কিছু দিন ধরেই তৃণমূলের ঘরে-বাইরে বয়স নিয়ে চড়া সুরে আলোচনা চলছে। এই নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইতিমধ্যেই মুখ খুলেছেন তৃণমূলের একাধিক নেতা, সাংসদ, বিধায়ক। সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বয়সের ঊর্ধ্বসীমা থাকার পক্ষে সওয়াল করে বলেছেন সব পেশাতেও বয়েসের ঊর্ধ্বসীমা থাকে, রাজনীতিতেও তেমন থাকা উচিত। এবার তৃণমূলের বয়েস বিতর্কে  মুখ খুললেন কলকাতা মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

কলকাতার বাংলা টিভি চ্যানেল এবিপি আনন্দে একটি সাক্ষাৎকারের সময় পুর ও নগরোয়ন্ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “রাজনীতি আর চাকরি আলাদা। বয়স হলে দৌড়নো সম্ভব না এটা ঠিক। তবে রাজনীতিতে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমরা সবাই স্বেচ্ছাসেবক, কেউ দলে চাকরি করি না। যারা চাকরি করে তারা বোমার মুখে দাঁড়ায় না।  অভিষেক যেটা বলছেন, ঠিক বলছেন।  তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা রয়েছে বলেই আমরা রয়েছি। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় আরও ২০ বছর সুস্থ সবল থাকুন। অভিজ্ঞতার আলাদা দাম রয়েছে। আমরা সৌগত রায়ের কাছ থেকে শিখি কি করে নিজের সাংসদ এলাকায় কাজ করতে হয়।”

ফিরহাদের মতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও একমাত্র মাপকাঠি হচ্ছে প্রার্থীর গ্রহণযোগ্যতা। ফিরহাদ বলেন, “প্রার্থী হওয়ার বিষয়েও একমাত্র মাপকাঠি মানুষের কাছে গ্রহণযোগ্যতা। আমি তো এখনও মনে করি ডায়মন্ড হারবারে সব থেকে বেশি গ্রহণযোগ্যতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তেমন অন্য কোনও জায়গায় অন্য কেউ হতে পারেন। মিছিল-মিটিং ও মানুষের কাছে যাওয়ার ক্ষেত্রে নবীনদের প্রয়োজন। আমি যেমন এখন মধ্যবয়সী, কয়েকদিন পর প্রবীণ হব। আজ যাঁরা নবীন কাল তাঁরা মধ্য বয়সে পৌঁছবেন।”

২০২১-সালে তৃণমূল রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর শাসকদলের অন্দরে চালু হয়েছিল এক ব্যক্তি এক পদ। এই বিষয়টি নিয়ে দলের সবার মত এক ছিল না । এই এক ব্যক্তি, এক পদ ইস্যুতেও বুধবার যথেষ্ট  তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ বলেন, “দলে অনেক ধরনের মতামত থাকে, আলোচনা হয়। আমরা সবাই মতামত দিই। সিদ্ধান্ত নেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা ঠিক করেন আমরা সেটা মেনে নিই। দলে খোলা হাওয়ার মতো কথা বলার জায়গা রয়েছে। এক ব্যক্তি এক পদ নিয়ে এখনও আলোচনার মতো বিষয় রয়েছে। ব্যক্তি বিশেষে মতামত আলাদা। তবে এই নিয়ে আমার তত্ত্ব বাইরে বলব না। সেটা দলের ভিতরে বলব।”

উল্লেখ্য, নবীন-প্রবীণ তত্ত্ব নিয়ে সম্প্রতি মুখ খোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সব পেশাতেই বয়সের একটা ঊর্ধ্বসীমা অবশ্যই থাকা প্রয়োজন। কারণ নবীনদের পক্ষে যে পরিশ্রম করা সম্ভব, প্রবীণদের পক্ষে কখনই তা সম্ভব না।”

তবে অভিষেকের এই মতবাদের সঙ্গে যে তিনি একমত নন, বুধবার টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় বুঝিয়ে দিয়েছেন রাজ্যের প্রবীণ মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত কলকাতা পুরসভার কউন্সিলর থেকে মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র হয়েছেন ফিরহাদ হাকিম। দলে তাঁর অবদান ও কাজ কম নয়। তিনি এখন নিজেকে মধ্যবয়সী বলে দাবি করলেও যথেষ্ট সবল আছেন মানসিক ও শারীরিক ভাবে। তবে এদিন তিনি নিজেই জানিয়েছেন, “কোমরের ব্যথার জন্য তিনি মিছিলে বেশি হাঁটতে পারেন না। পুলিশের মার খেয়ে তাঁর কোমরে ব্যথা।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!